শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবীয়দের বিরুদ্ধে এবার টি-টোয়েন্টি লড়াই

নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে কিংবা টেস্ট দুই ফরম্যাটেই বেশ নজরকাড়া পারফর্ম করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ক্রিকেটের ছোট ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশের দূর্বলতা চরমভাবে দেখা যাচ্ছে। চলতি বছরে সব ফরম্যাটেই বাংলাদেশ দল ভালো করলেও ছোট ফরম্যাটে কখনোই সেভাবে জ্বলে ওঠা হয়নি।

যদিও নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় বেশ লজ্জায় পড়েছিল টাইগাররা। এবার সেই ফরম্যাটেই ক্যারিবীয়দের বিরুদ্ধে লড়বে টাইগাররা।

যদিও সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বিদেশের মাটিতেই ক্যারিবীয়দের হারানোর সুখস্মৃতি সঙ্গী আছে সাকিবদের। গত আগস্টে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠেও সেই স্বাদ নিতে চাই টাইগাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুরে আগামী ২০ ও ২২ ডিসেম্বর।

২০১৮ সালে টাইগাররা মোট ১৩টি বিশ-কুড়ির ম্যাচ খেলেছে। যেখানে জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে। বাকি ৯ ম্যাচ হেরেছে মুশফিক-লিটনরা। দলের হয়ে দারুন প্রত্যাবর্তন করে ফর্মে আছেন তামিম। লিটন, সৌম্য, মুশফিক ও মিরাজরা আছেন দুরন্ত ফর্মে।

তাছাড়া ঘরের মাঠে সফরকারীদের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ধরাশায়ী করে আত্মবিশ্বাসও আছে তুঙ্গে। তাই বছরের শেষ আন্তর্জাতিক সিরিজটাও জয় দিয়ে রাঙাতে চাইবে স্টিভ রোডসের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়