শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া ইমার্জিং কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন লঙ্কান যুবারা

স্পোর্টস ডেস্ক: এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে নেমেছিল ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে ৩ রানে হারিয়ে এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কান জুনিয়ররা। আট জাতির টুর্নামেন্টে বাংলাদেশের যুবাদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল লঙ্কানরা। আর পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে নেমেছিল ভারত।

ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৭০ রান। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ভারতের ইনিংস থামে ২৬৭ রানে। তাতে ৩ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।

ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার বোয়াগোদা ৫৪, আভিস্কা ফার্নান্দো ২৯, শিহান জয়সুরিয়া ৪৬, দলপতি আসহান ২০, কামিন্দু মেন্ডিস ৬১, আসেলা গুনারতেœ ৭, হাসারাঙ্গা ডি সিলভা অপরাজিত ৩১ রান করেন। ভারতের রাজপুত দুটি উইকেট পান। আতিত শেঠি কোনো উইকেট পাননি। একটি করে উইকেট পান শামস মুলানি, মায়াঙ্ক মারকান্দে, জয়ন্ত যাদব এবং নিতীশ রানা।

২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার গাইকাদ ৩১, হিম্মত সিং ১৮, দীপক হুদা ৪, নিতীশ রানা ৪০, শিমরন সিং ৭, দলপতি জয়ন্ত যাদব ৭১, মুলানি ৪৬, শেঠি ২৮* রান করেন। শ্রীলঙ্কার গুনারতেœ তিনটি, জয়সুরিয়া দুটি, লাসিথ দুটি, শিহান মাদুশানাকা একটি করে উইকেট পান। ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা হন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়