শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম শ্রেণিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুমিনুল

আক্তারুজ্জামান : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের শেষদিনে গত শুক্রবারটা বেশ আফসোসে পুড়িয়েছে জাতীয় দলের ব্যাটসম্যান মুমিনুল হককে। ওই দিন মাত্র ৬ রানের জন্য ডাবল সেঞ্চুরিটা পাননি। সেই সঙ্গে ম্যাচটাও ড্র হয়েছে। তবে ম্যাচের শেষে সান্ত¡না পেয়েছেন এই ব্যাটিং জিনিয়াস।

এবারের বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে অধিনায়কত্ব করেছিলেন মুমিনুল। রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান করে এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান (১৫৮৪) ও সবচেয়ে বেশি সেঞ্চুরির (৮) মালিক হয়ে গেছেন তিনি।

২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ররি বার্নস। সারের হয়ে এই মৌসুমে ৩০ ইনিংসে ১৫৫৭ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার ড্যান ভিলাস ল্যাঙ্কশায়ারের হয়ে ৪১ ইনিংস খেলে ১৫২৫ রান করে তালিকার তৃতীয় নম্বরে আছেন।

তালিকার চতুর্থস্থানে আছেন আরেক বাংলাদেশি তুষার ইমরান। সাউথ জোনের হয়ে ২৮ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ১৫১০। শীর্ষ পাঁচের ষেশ জায়গাটা শ্রীলঙ্কার রোশেন সিলভার। ৩০ ইনিংস খেলে ১৪৪৪ রান করেছেন এই লঙ্কান ব্যাটসম্যান।

এছাড়াও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে ৮ নম্বরে আছেন লিটন দাস। ২৮ ইনিংসে ১৩৯০ রান করেছেন তিনি। তামিমের ‘ডুপ্লিকেট’ হিসেবে খেলা সাদমানও আছেন সেরা ১১তে। তার রান ২৪ ইনিংসে ১৩৩৬।

বছরের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতেও আছেন মুমিনুল হক। সর্বোচ্চ ২৫৮ রান করা মুমিনুলের শতক আটটি। ৭টি শতক আছে তুষার ইমরানের। এছাড়া ৬টি করে শতক আছে চার জনের। ম্যাট রেনশ, ওবাস পাইওনিয়র, উসামন খাজা ও ইয়ান বেল ৬বার শতক হাঁকিয়েছেন।

বছরের শীর্ষ গড়ের অধিকারী অবশ্য ভারতের মিলিন্দ কুমারের। মাত্র ৯টি ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন ২৭ বছর বয়সী এই যুবক। ৯ ইনিংসে ১০১৭ রান করা মিলিন্দের গড় ১২৭! এছাড়া প্রোটিয়া ব্যাটসম্যান ওবাস পাইওনিয়রের গড় ৯৫। আফগান যুবক দারউইশ রাসুলির গড় ৮২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়