শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:০৫ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিআরসি চেয়ারম্যানকে গ্রেফতার করতে হবে : ওলামা লীগ

আল-আমিন : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি নাস্তিকদের সহযোগিতা করছে অভিযোগ করে সংস্থাটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। শনিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ। ওলামা লীগসহ সমমনা ১৩টি দলের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে আবুল হাসান শেখ বলেন, ‘ইসলামি বিদ্বেষী ব্লগ https://www.nastikya.com/, https://blog.muktomona.com/ ও https://www.dhormockery.com সহ আরও কিছু ওয়েবসাইট হাইকোর্ট থেকে বন্ধের নির্দেশ আসা সত্ত্বেও, বিটিআরসি ব্যবস্থা নেয়নি। তাই বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। নাস্তিকবাদীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বছরের পর বছর ইসলাম ধর্মের অবমাননা করে যাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিটিআরসি তাদের সহযোগিতা করছে।’

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ১৩টি দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হুসাইন বুখারী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, দফতার সম্পাদক মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়