শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলি ও রাহানের ব্যাটে যন্ত্রণা বাড়ছে অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরুতে স্কোরলাইন দেখে হতাশই হয়েছিলেন ভারতের ক্রিকেটভক্তরা। তবে তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৭২ রান তুলে পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৫৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা। অধিনায়ক বিরাট কোহলি ৮২ আর আজিঙ্কা রাহানে ৫১ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল ভারত। শূন্য রানে মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হন মুরালি বিজয়। এরপর লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন জশ হ্যাজলউড। চেতেশ^র পূজারা আর কোহলির কল্যাণে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত। কিন্তু দলীয় ৮২ স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে পূজারা (২৪) ফিরলে আবারও দুশ্চিন্তায় পড়ে যায় সফরকারী শিবির।

কোহলি-রাহানের কল্যাণে সেই দুশ্চিন্তা অবশ্য দূর হয়ে গেছে। অ্যাডিলেড টেস্টে ভারত জিতলেও অধিনায়ক কোহলি সেরাটা খেলতে পারেননি। হয়ত পার্থের জন্যই জমিয়ে রেখেছিলেন। নতুন স্টেডিয়ামের বাউন্সি উইকেটে ব্যাটিং কারিশমা দেখিয়ে চলেছেন তিনি। রাহানেও দারুণ খেলছেন। দু’জনে মিলে ৩০.৪ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করেছেন ৯০ রান। উভয়েই পেয়েছে ফিফটির দেখা। কোহলি রয়েছেন সেঞ্চুরির পথে। তৃতীয় দিনে জুটিটা আরও বড় করে তোলার লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তারা।

এর আগে ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ৪৯ যোগ করতেই বাকি ৪ উইকেট খুইয়ে প্রথম সেশনেই অলআউট হয়ে যায় তারা। দলীয় ৩১০ রানে সপ্তম উইকেট হারায় তারা। উমেষ যাদবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন প্যাট কামিন্স (১৯)। ঠিক পরের ওভারেই জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অজি অধিনায়ক টিম পেইন। ৮৯ বল মোকাবেলায় ৫ বাউন্ডারিতে ৩৮ রান করেছিলেন তিনি।

পেইন ফেরার পর ৩২৬ রানের মাথায় পরপর দুই বলে মিচেল স্টার্ক (৬) আর জস হ্যাজলউডকে (৯) তুলে নিয়ে অজিদের গুটিয়ে দেন ইশান্ত শর্মা। ভারতের পক্ষে সফল বোলার তিনিই, ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট দখল করেছেন বুমরাহ, যাদব আর অকেশলাল অফস্পিনার হানুমা বিহারি।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১০৮.৩ ওভারে ৩২৬ (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, পেইন ৩৮; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, বিহারি ২/৫৩, যাদব ২/৭৮)

ভারত প্রথম ইনিংস : ৬৯ ওভারে ১৭২/৩* (রাহুল ২, বিজয় ০, পূজারা ২৪, কোহলি ৮২*, রাহানে ৫১*; স্টার্ক ২/৪২, হ্যাজলউড ১/৫০) -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়