শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনে আগাতে হবে : কামাল লোহানী

জুয়েল খান : প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী বলেছেন, স্বাধীন হওয়ার পরে দেশ কারা চালাবে কারা দেশকে সামনের দিকে এগিয়ে নেবে, তাদেরকে টার্গেট করে বুদ্ধিজীবিদেরকে হত্যা করা হয়। যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। শুক্রবার রাতে ডিবিসি নিউজের এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সকল মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সবাই নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। মূলত তখন দেশটা দুইভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ স্বাধীনতার পক্ষে আর একটা বিপক্ষে। সেই বিপক্ষের শক্তি আজ জামায়াতে ইসলামী হিসাবে রাজনীতি করে আসছিলো, পরে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হয়ে যায়। তারা এবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছে। আর তাদের সাথে যুক্ত হয়েছেন ড. কামাল হোসেনের মতো অন্যতম সংবিধান প্রণেতা। তিনি নিজেকে বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোগী এবং আদর্শের ধারক বলে দাবি করেন।

তিনি আরো বলেন, পাকিস্থানিরা বাংলাদেশকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মেধাবীদের ধরে ধরে হত্যা করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের পক্ষে শব্দ সৈনিক হিসাবে কাজ করেছে। আমাদের দেশের অনেক সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষ্যে কাজ করেছে। আকাশবাণী কলকাতার একজন সংগীতশিল্পী গোবিন্দ হালদার আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে গান করেছেন মানুষকে অণুপ্রেরণা দিয়েছেন, যদিও তিনি বাংলাদেশের মানুষ ছিলেন না। তারাও মুক্তিযোদ্ধা।
তিনি জানান, শহীদ জননী জহানারা ইমাম, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ সবাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ করে। সেই সমাবেশে দেশের হাজার হাজার মানুষ যোগদান করে, সেই থেকেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এই বিষয়টা সামনে আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় এবং তাদেরকে সাজা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়