শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২৬ রানেই সব উইকেট হারালেন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : পার্থ টেস্টে প্রথম দিনই কিছুটা এগিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু সফরকারী ভারতের জন্য পাতা সবুজের ফাঁদ যে উল্টো অস্ট্রেলিয়ার জন্য ভুমেরাং হবে বলে ভাবা হয়েছিল, তেমনটা হয়নি। অসি ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই জবাব দিতে পেরেছে ভারতীয় বোলারদের। প্রথম দিন শেষে যে কারণে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেট হারিয়ে ২৭৭। ৩-এরও বেশি গড়ে রান তুলতে পেরেছিল স্বাগতিকরা।

পরের দিন ব্যাট করতে নেমে বাকি চার উইকেট দিয়ে অবশ্য তেমন সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। অধিনায়ক টিম পেইন এবং প্যাট কামিন্স দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সূচনা করেন। ১৬ রান নিয়ে ছিলেন পেইন এবং কামিন্স ছিলেন ১১ রানে। দ্বিতীয় দিন প্রথম সেশনে অলআউট হওয়ার আগে মাত্র ৪৯ রান যোগ করতে সক্ষম হয়েছে বাকি চার উইকেট। অর্থ্যাৎ, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৩২৬ রানে।

সকালে ব্যাট করতে নেমে নিজের নামের পাশে আর মাত্র ২২ রান যোগ করতে সক্ষম হন পেইন। ৩৮ রান করার পর বুমরাহ’র বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয়েছে তাকে। তার আগেই অবশ্য মাত্র ১৯ রান করে সাজঘরের পথ দেখেন প্যাট কামিন্স। তিনি বোল্ড হন উমেষ যাদবের বলে।

এছাড়া মিচেল স্টার্ক ৬ এবং জস হ্যাজলউড আউট হন কোনো রান না করেই। ৯ রানে অপরাজিত থেকে যান নাথান লিওন। ভারতীয় বোলারদের মধ্যে একা ইশান্ত শর্মাই নেন ৪ উইকেট। ২০.৩ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়েছেন শর্মা। ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, উমেষ যাদব এবং হনুমা বিহারী।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে দুই অসি ওপেনার মার্কাস হ্যারিস এবং অ্যারোন ফিঞ্চ দারুণ সূচনা করেছিলেন। ১১২ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। ৫০ রান করে আউট হন ফিঞ্চ। এটা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৭০ রান করে আউট হন মার্কাস হ্যারিস। যা তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।

মিড অর্ডারে শন মার্শ ৪৫, ট্রাভিস হেড করেন ৫৮ রান। টিম পেইনের ব্যাট থেকে আসলো ৩৮ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হলো ৩২৬ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়