শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে ইকোনোমিস্টের এই পূর্বাভাস বাংলাদেশের প্রকৃত চিত্র : মীজানুর রহমান

লিয়ন মীর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে বলে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক জনপ্রিয় সংবাদপত্র ‘দি ইকোনোমিস্ট’- এর মূল প্রতিষ্ঠান ইকোনোমিষ্ট গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইকোনোমিষ্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এক প্রতিবেদনে যে পূর্বাভাস দিয়েছে, সেই প্রতিবেদনের পূর্বাভাসে বাংলাদেশের রাজনীতির প্রকৃত চিত্র  তুলে ধরা হয়েছে বলে মনে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দি ইকোনোমিস্ট’ লন্ডনের জনপ্রিয় সংবাদপত্র। এই প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করে গবেষণামূলক প্রতিবেদন তৈরি করে থাকে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তাদের এই প্রতিবেদনের শক্ত ভিত্তি আছে। আমি মনে করি, ‘দি ইকোনোমিস্ট’- এর এমন পূর্বাভাস বর্তমান বাংলাদেশের রাজনীতির এবং জনগণের চাহিদার প্রকৃত চিত্র।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত দশ বছরে বাংলাদেশের যে উন্নয়ন করেছে, এটা অভাবনীয়। এর আগে কোনো সরকার এইভাবে উন্নয়ন করতে পারেনি। শেখ হাসিনার উন্নয়ন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং রোল মডেলে পরিণত হয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছেন, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বিশ্বের দরিদ্র দেশগুলো শেখ হাসিনার উন্নয়নের মডেল অনুসরণ করলে সফলতা অর্জন করতে পারবে। আমরা যদি বাস্তবতার দিকে চোখ রাখি তাহলে একই চিত্র দেখতে পাই। গোটা বিশ্ব যা দেখছে আমরাও তাই দেখছি। আর তা হলো- বাংলাদেশ দ্রুত গতিতে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এখন প্রয়োজন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখা। আর এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাহলে এখন ‘দি ইকোনোমিস্ট’-এর প্রতিবেদনের আলোকে এক কথায় বলছি- তারা কেনো বলছে, আওয়ামী লীগ আবারো নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। কারণ- উন্নয়ন হয়েছে বাংলাদেশে, আর সেই উন্নয়নের সুফল ভোগ করছে বাংলাদেশের মানুষ। তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই এতো বোকা নয় যে, মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেবে না। অবশ্যই মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়