শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচারণার ক্ষেত্রে ইতিহাসের শ্রেষ্ঠ একতরফা নির্বাচন এবার : আসিফ নজরুল

আমিরুল ইসলাম : এতো একতরফা নির্বাচনী প্রচারণার মাঠ বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিলো না বলে মনে করেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী মাঠের অবস্থা হচ্ছে সম্পূর্ণ একতরফা। বাসা থেকে বের হলে বোঝা যায়। শুধু আওয়ামী লীগের প্রার্থীদের পোস্টার ব্যনার দেখা যায়। অন্য কোনো রাজনৈতিক দলের পোস্টার-ব্যানার নেই বললেই চলে। এখনো পর্যন্ত ঢাকা শহরে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পোস্টার দেখিনি। এটাই প্রমাণ করে নির্বাচনী প্রচারণা কতোটা একতরফাভাবে হচ্ছে। এছাড়াও বিএনপি প্রার্থীদের মনোনয়ন আদালতে বাতিল হচ্ছে। তাদের পুলিশ গ্রেপ্তার করছে বিভিন্ন এলাকা থেকে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। প্রকাশ্যে তাদের উপরে সরকারি দলের লোকজন হামলা করছে। ভয়ঙ্কর সব হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশন সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অবস্থান নিচ্ছে না।

সামরিক শাসন আমলে ১৯৮৬ সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিলো, তখনো নির্বাচনী মাঠের এতো একতরফা অবস্থা ছিলো না। তখনো হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াত নির্বাচনে অংশ নিয়েছিলো। তাদের অনেক ব্যানার-পোস্টার দেখা গিয়েছিলো। নির্বাচন কতোটা অবাধ ও সুষ্ঠু হবে এটা নিয়ে সন্দেহ প্রবল। বিষয়গুলো সন্দেহকে আরো বাড়িয়ে তুলছে বলে জানান আসিফ নজরুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়