শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্যে জড়ানো যাচ্ছে না : অরূপ রতন চৌধুরী

খায়রুল আলম : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. অরূপ রতন চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলেন, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি।

্এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গত দশবছর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অনেক কাজ করেছেন। তিনি নতুন প্রজন্মকে নিয়েও এখন কাজ করে যাচ্ছেন। একটা সময় স্বাধীনতা বিরোধী শক্তি নতুন প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিলো। মুক্তিযুদ্ধ নিয়ে তাদের তৈরি কাহিনী নতুন প্রজন্মকে শুনিয়েছিলো। সে সময়ের প্রজন্মের অনেকে এখনো ভুল পথে আছে। এ জন্য আমি বলছি মুক্তিযুদ্ধের চেতনা এখনো পুরোপুরি পূরণ হয়নি। এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের নতুন প্রজন্মকে যোগ্যতা অনুযায়ী কাজে লাগাতে হবে। তাদের জন্য কর্মসংস্থান করতে হবে। আবার নতুন প্রজন্মে কিছু অবক্ষয় আছে। কিছু কিছু তরুণ নেশার সাথে জড়িয়ে পড়েছে। বিভিন্ন অপরাধজনিত কর্মকান্ডে জড়িয়েছে। তাদের সঠিক পথে নিয়ে আসতে হবে। তারা দেশের মূল্যবান সম্পদ। তাদের কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। তবে দেশে সুষ্ঠু বিনোদনের তেমন কোনো জায়গা নেই। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার মধ্যে জড়ানো যাচ্ছে না। এ জায়গাগুলোতে সরকার আরও বেশি কাজ করতে হবে।

তরুণরা যাতে অবসর সময়গুলোতে নেশার দিকে না যেয়ে খেলাধুলা ও সুষ্ঠু বিনোদন নিয়ে মেতে থাকে, সরকারকে সে ব্যবস্থা করতে হবে। স্কুল, কলেজ ও শহর-গ্রামের অলিতে-গলিতে এসব ব্যবস্থাগুলো করতে হবে। তাহলে আমরা একটি সুস্থ জাতি পাবো। আমাদের দেশও দিনে দিনে উন্নত দেশের কাতারে পৌঁছাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়