শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসাম্প্রদায়িক দেশ নির্মাণের পেছনে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করেছে : আহমেদ হোসেন

খায়রুল আলম : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরেই স্বাধীন বাংলাদেশকে আবার পাকিস্তানের ভাবধারায় নিয়ে গিয়েছিলো।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ একুশ বছরে আমাদের দেশ মুক্তিযুদ্ধের চেতনার পথ থেকে সরে গিয়েছিলো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে এসেছেন। মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়েছে। এগুলো আমাদের দেশের জন্য অনেক বড় সফলতা। এটি একটি বার্তাও যে, যারা স্বাধীনতাবিরোধী ছিলো তাদের ক্ষমা নেই। বাংলাদেশ এখন একটি অসাম্প্রদায়িক দেশ। এ অসাম্প্রদায়িক দেশ নির্মাণের পেছনে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করেছে। বাংলাদেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সফলতা দেখিয়েছেন, তা পৃথিবীর জন্য দৃষ্টান্ত। এ সফলতা অর্জন করতে প্রধানমন্ত্রী যে সাহস দেখিয়েছেন, সেটি মুক্তিযুদ্ধের চেতনারই অংশ। আজ বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটছে। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ পৃথিবীর বুকে এখন রোল মডেল। এ গতিটি ধরে রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আবারও নির্বাচনে জয়ী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এটি আমাদের দেশপ্রেমিক সব মানুষের প্রত্যাশা। তবে এটি সত্য যে, একটা সময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ভুল বার্তা পৌঁছেছে। যখন এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় ছিলো তখন তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে। নতুন প্রজন্মকে তারা যুদ্ধের ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছে। আমি আশা করবো, এখনো যারা সেই ভুলে পড়ে আছে, তারা এখন সেটি সঠিকভাবে জেনে নেবে। তবে বাংলাদেশের বর্তমান প্রজন্ম শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ^াসী। বাংলাদেশে কোন দল ক্ষমতায় থাকলে শান্তি থাকবে, দেশের উন্নয়ন হবে ও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে- এটি নতুন প্রজন্ম জানেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়