শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ভয় পাই

গৌতম চক্রবর্তী : আমি ইসলামফোবিক। আমি ভয় পাই শরিয়া আইন। আমি ভয় পাই জিহাদ। আমি ভয় পাই মূর্খের বেহেশতে যাওয়ার অদম্য ইচ্ছার কারণে নিরীহ মানুষের রক্তস্রোত। আমি ভয় পাই কাফের মালাউনদের প্রতি তীব্র ঘেন্নাকে। আমি ভয় পাই গজওয়ায়ে হিন্দের স্বপ্নকে।

আমি হিন্দুত্বফোবিক। আমি ভয় পাই আমার খাবারের থালায় হাত দেওয়ায়। আমি ভয় পাই জাতের নামে বজ্জাতি। আমি ভয় পাই মানুষের থেকে গরুর জীবনের দাম ও সম্মান বৃদ্ধি। আমি ভয় পাই স্রেফ খাদ্যাভ্যাসের কারণে মানুষ মারা। আমি ভয় পাই ম্লেচ্ছদের প্রতি তীব্র ঘেন্নাকে। আমি ভয় পাই ঘর ওয়াপসির স্বপ্নকে। আসলে আমি ধর্মফোবিক। মানুষের স্বাভাবিক অধিকার, নারীর অধিকার, পছন্দমতো খাবারের ও জীবনযাপনের অধিকারে বিশ্বাস করি আমি। কল্পিত স্বর্গ বা বেহশতের লালসায় খুনোখুনিকে প্রবল ভয় পাই আমি। রাম আর আল্লাহর চ্যালাদের মারামারিতে অসম্ভব আতঙ্ক আমার। আমি লজ্জিত ক্ষতবিক্ষত হই প্রতিটি দেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষের প্রতিদিনের লাঞ্ছনার মধ্যে বেঁচে থাকায়। আমি ভয় পাই আমার বাক স্বাধীনতা হরণের। আমি ভয় পাই ধর্মকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতা দখলের। আমি ভয় পাই বিজ্ঞানের ওপর ধর্মের আস্ফালনকে।

একটা মানবিক রাষ্ট্র, একটা সুস্থ সমাজ। নিজের চিন্তা-চেতনা ব্যক্তিস্বাধীনতা নিয়ে বেঁচে থাকার অধিকার। শুধু এইটুকু। আপাততো এর বেশি চাহিদাও নেই। আর এই নিয়ে কোনো আপোসও নেই। আজ না হোক কাল, সেই দিন আসবেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়