শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী হবার স্বাদ মিটে গেছে: ড. কামাল

রবিন আকরাম : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, আমি কোনো পদ পাওয়ার জন্য রাজনীতি করি না, আমি তো তিন বছর মন্ত্রী ছিলাম, আমার মন্ত্রী হবার স্বাদ মিটে গেছে। বৃহস্পতিবার নাগরিক টেলিভিশনে তিনি একথা বলেন তিনি।

ড. কামাল বলেন, শেষ সময়ে বঙ্গবন্ধু ও তাজ উদ্দিন আহমেদের মতো সহকর্মী পাওয়া এর চেয়ে বেশী জীবনে কল্পনা করা যায় না। সপ্নেও দেখা যেতে পারে না। আমি তো সে সপ্নের রাজনীতি করেছি।

জামায়াতে ইসলাম সম্পর্কে তিনি বলেন, আমি প্রথম দিনেই বলেছি জামায়াতে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিলো না, থাকতেই পারে না। জামায়াতের ইসলামের দল হিসেবে তো অস্তিত্বই নেই। যদি জামায়াতের কেউ থাকে ওদেরকে বাদ দিতে হবে নয়ত আমরা সরে যাবো।

ড. কামাল বলেন, বই আকারে লিখতে চাই গণতন্ত্র পৃথিবী জোড়ায় ধ্বংস হয়ে গেছে। টাকা ধ্বংস করেছে। এটাকে গণতন্ত্র বলা উচিত নয় এটাকে টাকা তন্ত্র নামকরণ করা উচিত। ২৫ লক্ষ টাকার ভিতর কেউ নির্বাচন করতে পারে না । হলফ নামায় সবাই মিথ্যা লিখে, কেউ সৎভাবে সই করতে পারে না। কালো টাকা তো এই দেশে বিনিয়োগ হবে না কালো টাকা চলে যাচ্ছে অন্যান্য দেশে।

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে জিম্মি হয়ে থাকাটা অসুস্থতা মনে করছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, জনগণ ক্ষমতার অধিকারী তাহলে আমরা দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকি কেন? আমরা জিম্মি, এই দলে নয়তো ওইদলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়