শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অনুজরা হাল ধরলে জেতা সহজ’

সমকাল : পৌষের সূচনালগ্ন জয় দিয়ে শুরু হলো টাইগারদের। সিলেটে হাড়ে এসে ঘা মারা হাওয়া আর চকচকে রোদ দেখে মন ভালো হয়ে যায়। এমন সুন্দরের মাঝে ম্যাচ হারতে চায় কে। ঘরের মাঠে টাইগার এবং টাইগার সমর্থকরা চেয়েছিলেন জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে। মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচের পর শেষ ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করলেন মাশরাফিরা। মধ্যের ম্যাচটায় ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেও জেতা হয়নি টাইগারদের।

কিন্তু সিরিচ নির্ধারণী ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেন সিনিয়র-জুনিয়র টাইগাররা। অনুজ-অগ্রজ মিলেমিলে একাকার হয়ে গেলেন। তার ফলও পেলো টাইগাররা। হাতে ৬৯ বল রেখে তুলে নিল বড় জয়। দলের জয়ে দলের তরুণ সদস্য মেহেদি মিরাজ করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ওদিকে দুই সিনিয়র সাকিব-মাশরাফি দিয়েছেন তাকে সঙ্গ।

এরপর ব্যাটিংয়ে আবার তামিমের সঙ্গে ছন্দে ফেরা সৌম্য। জয় পেতে তাই কষ্ট হওয়ার কথা ছিল না দলের। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচ ছিল মাশরাফির বোলিংময়। সঙ্গে মুশফিক-সাকিবের ভালো ব্যাটিং। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারলেও তামিম, সাকিব, মুশফিক পান ফিফটি। ব্যাট হাতে ভালো করেন মাহমুদুল্লাহও। পঞ্চ পান্ডবেই যেন আবর্তিত ছিল বাংলাদেশের ম্যাচ। কিন্তু শেষ ওয়ানডে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন অনুজরা।

সিরিজ জয়ের আনন্দ নিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা মিরাজ তাই বললেন অনুজদের হাল ধরার কথা। তিনি বলেন, 'আমাদের বোলিং নিয়ে সত্যি খুব খুশি আমি। হেটমায়ার যখন ব্যাটে আসলেন মুশফিক ভাই আমাকে বল করার জন্য বললেন। এই সিরিজে আমি তাকে আরও একবার আউট করতে পারায় খুশি। আমরা দলের অনুজরা যদি এগিয়ে আসি দলের জন্য জেতা অনেক সহজ হয়ে যায়। দল হিসেবে আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা ধরে রাখার।'

সাকিবকে টি-২০ সিরিজের জন্য শুভকামনা জানিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, 'পুরো সিরিজে বোলাররা ভালো করেছে। বিশেষ করে স্পিনাররা খুব টাইট বল করেছে। সবকিছু ঠিকঠাক গেছে এই ম্যাচে। আশা করছি টি-২০ সিরিজেও দল ভালো করবে। টি-২০ ক্রিকেটে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। কাজটা দলের জন্য সহজ হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়