শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমজাদ হোসেনের মৃত্যুতে শোকাচ্ছন্ন ঢালিউড পাঁড়া

বিনোদন প্রতিবেদক : ‘ভাত দে’, ‘নয়ন মনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, কালজয়ী ছবির কারিগর ছিলেন আমজাদ হোসেন। বরেণ্য এই নির্মাতার মৃত্যুতে শোকের মাতম ঢালিউড ইন্ডাস্ট্রিতে। চলচ্চিত্র থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে তার মৃত্যুতে শোকাস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলচ্চিত্র, নাটক ও সংগীত সংশ্লিষ্ট মানুষরা শোক প্রকাশ করছেন। আমজাদ হোসেনের মৃত্যুতে বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা শোক প্রকাশ করে লিখেছেন, গোলাপীকে নিয়ে ট্রেনে করে চলে গেলেন আমজাদ ভাই। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই। আমরা গভীরভাবে শোকাহত। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। আমাদের দেখা হয়তো কম হইতো, কথা কম হইতো, আমাদের পথও হয়তো আলাদা ছিলো যেমন করে আলাদা হয়ে যায় দুই ভিন্ন সময়ের নদী। কিন্তু অগ্রজের প্রতি শ্রদ্ধার বিন্দুমাত্র কমতি ছিলো বলে মনে পড়ে না। আপনার মধ্যেও অণুজের প্রতি স্নেহের কোন কমতি দেখি নাই। ভালো থাকবেন, আমজাদ ভাই, চিরশান্তির দেশে।’ চিত্রনায়ক ওমর সানী লিখেছেন , ‘আমজাদ হোসেনের মৃত্যুর সংবাদ মেনে নিতে পারছি না। তিনি ছিলেন এক কথায় অলরাউন্ডার একজন মানুষ। তার পরিচালনা, চিত্রনাট্য লেখার হাত, অভিনয় সবকিছুই ছিল দুর্দান্ত। উনার অভাব পূরণ হবার না।’ জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজে লিখেছেন, ‘দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর বেঁচে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার চলে যাওয়ায় চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গুণী এই মানুষটির মৃত্যুতে জানাই গভীর শোক। ওপারে ভালো থাকবেন প্রিয় আমজাদ হোসেন।’ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান লিখেছেন, ‘এবার সত্যি সত্যি চলে গেলেন দেশবরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন। ব্যাংককের বামরুণগ্রাদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহেৃরাজেউন) আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’ চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব আমজাদ হোসেন আজ বেলা ২:৫৭ টায় থাইল্যান্ড এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ইন্নালিলাহেৃৃৃ. রাজিউন।’

গত ১৮ নভেম্বর রোববার মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়ে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস্ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য অভিনয়শিল্পী ও বরেণ্য পরিচালক আমজাদ হোসেনকে গত ২৭শে নভেম্বর ব্যাংককের বামরনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।। চিকিৎসাচলাকালে আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপর ২টা ৫৭ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়