শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমজাদ হোসেনের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে

বিনোদন প্রতিবেদক : বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরইমধ্যে তার মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। বিষয়টি জানিয়েছেন তার বড় ছেলে ও নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল। ব্যাংকক থেকে কবে আমজাদ হোসেনের মরদেহ দেশে নিয়ে আসা হবে, এমন প্রশ্নই এখন সবার। এবিষয়ে জানতে যোগাযোগ করা হয় পরিচালক সমিতি ও আমজাদ হোসেনের বড় ছেলে দোদুলের সাথে।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, ব্যাংকক থেকে আমজাদ হোসেনের লাশ দেশে আনতে ব্যাংককে বাংলাদেশ অ্যাম্বাসিতে কথা বলছি। কিছু প্রসেস বাকি রয়েছে। হাসপাতালে থেকে ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ অ্যাম্বাসির কর্মকর্তারা কথা বলছেন। আগামীকাল বলা যাবে কখন তাকে দেশে আনা হবে। এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন দোদুল শুক্রবার রাতে জানান, ইচ্ছে করলেই এখন আব্বাকে দেশে নিয়ে আসা সম্ভব নয়। হাসপাতাল থেকে মরদেহ দেশে নিয়ে আসতে হলে নির্দিষ্ট প্রসেস মেইন্টেন করতে হবে। আমরা দ্রুত চেষ্টা করবো আব্বাকে দেশে নিয়ে যাওয়ার জন্য।

কোথায় দাফন হবে, পারিবারিক ভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাতে এ বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হলে শিগিগির গণমাধ্যমে আমরা জানিয়ে দেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়