শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাপান

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বরিশালে জমজম নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমী। এসময় তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাপান, প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসা একটি উত্তম পেশা, সারাবিশ্বের ন্যায় জাপনেও এ পেশায় দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। তোমরা যদি জাপানি ভাষা আর চিকিৎসা বিষয়ক পড়শোনায় দক্ষতা অর্জন করতে পারো তাহলে জাপানেও তোমাদের ক্যারিয়ার গড়ার বিষয়ে আমরা সর্বাতœক সহযোগিতা করবো।

জাপানী রাষ্ট্রদূতের অভ্যর্থনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের কৃতি সন্তান ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খান বুলবুল ও জাপান রাষ্ট্রদূতের সহধর্মীনি মাসাকো ইজুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম ইনস্টিটিউটের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আলহাজ মাসুদুল হক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রশিদ, বরিশাল বিএম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক। এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির চিকিৎসা শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। জাপানী রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়