শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুলের গাড়িতে তারা নিজেরাই হামলা চালিয়েছে : রমেশ চন্দ্র সেন

জাকির হোসেন : মির্জা ফখরুলের গাড়িবহরে তারা নিজেরাই হামলা করেছে এটি সাজানো ঘটনা বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

বৃহস্পতিবার বিকেলে আ:লীগের আয়োজনে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এই মিথ্যা ঘটনার তীব্র নিন্দা ও আ:লীগের কর্মীদের উপর হামলার বিষয়ে অভিযোগ করে রমেশ চন্দ্র বলেন, গত ১১ ডিসেম্বর অনির্ধারিত একটি প্রোগ্রামে ফখরুল বেগুনবাড়িতে প্রবেশ করেছিলেন। তার পূর্বে বিএনপির দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে একটি অহেতুক ঘটনার সৃষ্টি করেছে। আমাদের দানারহাট সেন্টারের আ:লীগ অফিসে ইটপাটকেল ছুড়েছে। আমাদের ছাত্রলীগের কর্মী বাধা করতে গেলে তাকে মারধর করে তারা। অথচ তারাই বলতেছে আ:লীগ নাকি তাদের গাড়ি ভাংচুর করেছে।

এছাড়াও বিএনপির দলের লোকেরা আজ ১৩ ডিসেম্বর সকালে আমাদের নৌকার কমীর উপর হামলা চালায়। এর আগে গত ০৯ ডিসেম্বর বিডিয়ার ক্যাম্পের সামনে হাজির মোড়ে রায়হান নামের আমাদের এক কর্মীকেও মেরেছে বিএনপির লোকেরা। আমার এইসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা আ:লীগের সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক অ্যাড মোস্তাক আলক টুলু,উপজেলা আ:লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো সহ জেলা ও উপজেলা আ:লীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়