শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ভোটাদের ভাবনা সবাই চায় শান্তিপূর্ণ নির্বাচন

আরএইচ রফিক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন আক্ষা দিয়ে বগুড়ার সর্বস্তরের ভোটাররাই শান্তিপূর্ন পরিবেশে তারা যেন ভোট দিতে পারেন সেই দাবি জানিয়েছেন।

সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বশীল ব্যাক্তিরা তাদের অভিপ্রায় জানিয়েছেন, এবার যেহেতু সব দলের অংশগ্রহনে অংশগ্রহন মুলক নির্বাচন হতে যাচ্ছে তাই ভোটারের উপস্থিতি এবার অনেক বেশি হবে। ভোটাররা বলেন, এখন থেকেই যদি ইসি কঠোর হাতে সন্ত্রাসী ও হামলাকারীদের দমনে ব্যর্থ হন, তাহলে ভোটাররা ভোটের ব্যাপারে তাদের আগ্রহ ও উৎসাহ হারিয়ে ফেলবে।

এ প্রসঙ্গে এনজিও সংস্থা টিএমএম এসের মিডিয়া কর্মকর্তা রাইহান আহম্মেদ রানা বলেন, ভোটারা এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা সবাই জানে কাকে ভোট দিতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ভোটের সব পক্ষের জন্য সমান সুযোগ কাম্য।

বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ আর এ এম তারেক বলেন, যত দ্রুত সম্ভব সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে হবে ইসিকে। ভোটারদের বিশ্বাস, মাঠে সেনাবাহিনী থাকলে কোনো সন্ত্রাসী ভোটের মাঠে আতংক ছড়াতে সাহস পাবেনা। সন্ত্রাসীরা ঘরে উঠলেই কেবল ভোট শান্তিপুর্ন হওয়া সম্ভব।

সাংবাদিক নেতা মীর্জা সেলিম রেজা বলেন, এখন পর্যন্ত ইসিকে দৃঢ ভুমিকায় দেখলাম না। ইসির কি সাহসের অভাব ? বুঝতে পারছিনা। বগুড়ার প্রবীন শ্রমিক নেতা মুনসুর রহমান বলেন, সরকারতো গত ১০ বছরে উন্নতি কম করেনি। ভোটাররা নিশ্চয়ই সেটা বিবেচনায় নেবে।

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ শরিফ মিটু বলেন, আমার ভোট যেন আমি দিতে পারি সেই পরিবেশের নিশ্চয়তা চাই, অন্যকিছু নয়।
প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, আমি সহ ভোটারের কাছেই ভোটের দিনটি গুরুত্বপূর্ণ। কারন ওইদিন নিজেকে দেশের মালিক বলে মনে হয়। তাই আমরা যেন সবাই ভোটের মাধ্যমে দেশের সেবকদের নির্বাচিত করতে পারি সেই ব্যবস্থা করতে হবে ইসিকেই।

তরুন সমাজ সেবক সাফায়েতুল ইসলাম সজিব ব্যবসায়ী এনায়েত করিম ও রাজিবুল ইসলাম সজিব বলেন, নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই । আর সেই নিরপক্ষে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ইসিকেই তার নিরপেক্ষতা প্রমান করতে হবে । তারা দেমে বিরাজমান পরিস্থিতির জন্য যত তারাতারি সম্ভব সেনা মোতায়েন করার আহবান জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়