শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজি ও আলুর দাম কমেছে, মাছের বাজার অপরিবর্তিত

এস এম এ কালাম : সরবরাহ পর্যাপ্ত থাকায় চলতি সপ্তাহে সকল প্রকার সবজির ও নতুন আলুর দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজার অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাজধানীর মিরপুরের ৬ নং সেকশন, কাজীপাড়া ও শেওড়াপাড়া, তালতলা বাজারঘুরে এবং ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহে সবজির বাজারে স্বস্তি অব্যাহত রয়েছে। সরবরাহ প্রচুর থাকায় প্রতিটি সবজির দাম কমেছে। চলতি সপ্তাহে শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি। যা গত সপ্তাহেও ছিল ৩০ থেকে ৪০ টাকা। চলতি সপ্তাহে গাজর বিক্রি হচ্ছে ৩০ টাকা করে যা গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে, টমেটো ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া কাঁচা টমেটো ৩০ টাকা, শশা ৩০ টাকা, খিরা ৩০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০ টাকা, নতুন আলু ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা করে এবং পুরান আলু ২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, কচুর ছড়া ৩০থকে ৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া লাউ প্রতিপিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক ৮ থেকে ১০ টাকা, কলমি শাক ৫ টাকা ও ডাটা শাক ১০ থেকে ১৫ টাকা, পালং শাক ১০ টাকা দরে আঁটি প্রতি বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা করে। আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ টাকা করে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি যা গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা করে বিক্রি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শেওড়াপাড়ার সবজি বিক্রেতা আল আমিন বলেন, গত সপ্তাহে তুলনায় চলতি সপ্তাহে সবজি দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে। তিনি বলেন, সবজির প্রচুর সরবরাহ থাকার কারণে দাম কমেছে।

মিরপুরের ৬ নং সেকশনের বাজারে রতন নামে একজন ক্রেতা বলেন, সবজি দাম তুলনামূলক কম রয়েছে। এতে করে ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে তিনি মনে করেন।

এদিকে এসব বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতিজোড়া ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা, বাগদা চিংড়ি প্রতিকেজি ৫০০ থেকে ৫৫০ টাকা, গলদা ৬০০ থেকে ৮৫০ টাকা, বাতাশী ৫০০ থেকে ৫৫০ টাকা, কাতল ২০০ থেকে ২৫০ টাকা, রুই ২২০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারে মসলার দাম অপরিবতির্ত রয়েছে আদা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। রসুন (দেশি) ৪০ , রসুন (ইন্ডিয়ান) ৬০ টাকা। অপরদিকে লেটুস পাতা প্রতিটি ১৫ টাকা, পুদিনাপাতা ১০০ গ্রাাম ২০ টাকা, ধনেপাতা প্রতি ২৫০ গ্রাম ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে বাজারে মাংসের দাম আগের মতই রয়েছে। গরুর মাংস কেজি প্রতি ৪৮০ থেকে ৫০০ টাকা, ছাগলের মাংস ৭৮০টাকা, ব্রয়লার মুরগী ১২০ থেকে ১২৫ টাকা এবং লেয়ার মুরগী ২১০টাকা দরে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়