শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেদি হাসানের বোলিং তোপে উড়ে গেলো সেন্ট্রাল জোন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে রাজ্জাক-নাফিসদের নিয়ে সাজানো সাউথ জোনসহজ জয় তুলে নেয় ৭ উইকেটের বড় ব্যবধানে । ম্যাচ সেরা হয়েছেন সাউথ জোনের হয়ে সাত উইকেট তুলে নেওয়া মেহেদি হাসান।
নিজেদের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন সবকটি উইকেট হারিয়ে তোলে ২৬১ রান। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৬৯ রান তুলে। এদিকে, নিজেদের প্রথম ইনিংসে সাউথ জোন ৩৯৭ রান করে। দ্বিতীয় ইনিংসে তাদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১৩৪। ৩২.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিতে সাউথ জোন তিন উইকেট হারায়। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আব্দুর রাজ্জাকের দলটি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার সাদমান ইসলাম করেন ৬০ রান। আরেক ওপেনার পিনাক ঘোষ ব্যক্তিগত ৯ রানে ফেরেন। তিন নম্বরে নামা আব্দুল মজিদের ব্যাট থেকে কোনো রান আসেনি। মার্শাল আইয়ুব ৪৪, দলপতি শুভাগত হোম ২৭, জাকের আলি ১৯, মোশাররফ রুবেল ২১ রান করেন। ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে টেনে নেন তাইবুর রহমান। সাউথ জোনের আল আমিন হোসেন, মেহেদি হাসান তিনটি করে উইকেট পান। দুটি উইকেট পান আব্দুর রাজ্জাক।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাউথ ওপেনার এনামুল হক বিজয় ১১৮ বলে ১০টি চারের সাহায্যে করেন ৭৭ রান। তিন নম্বরে নামা ফজলে মাহমুদ ৯৯ বলে করেন ৭৪ রান। মাঝে আল আমিন ১৪ রান করে বিদায় নেন। বাংলাদেশের প্রথমশ্রেণির ম্যাচে ৩১ সেঞ্চুরির মালিক তুষার ইমরান ৫৯তম ফিফটি তুলে নিয়ে ১৩০ বলে করেন ৭৮ রান। রকিবুল হাসান রানআউট হওয়ার আগে করেন ৬৫ রান। মেহেদি হাসানের ব্যাট থেকে আসে ৪৬ রান। সেন্ট্রাল জোনের আরাফাত সানি চারটি আর ইয়াসিন আরাফাত দুটি উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে সেন্ট্রালের ওপেনার সাদমান ২৩, পিনাক ঘোষ ১০, আব্দুল মজিদ ২৬, মার্শাল আইয়ুব ১৭ রান করে বিদায় নেন। ইনিংস সর্বোচ্চ ৭১ রান আসে দলপতি শুভাগত হোমের ব্যাট থেকে। সাউথ জোনের মেহেদি হাসান চারটি, কামরুল ইসলাম রাব্বি চারটি করে উইকেট পান।
১৩৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন এনামুল হক বিজয়। ১০১ বলে আটটি বাউন্ডারিতে তিনি ৮৬ রানে অপরাজিত থাকেন। এবং ১৫ রানে অপরাজিত থাকেন তুষার ইমরান। দুটি উইকেট পান সেন্ট্রালের দলপতি শুভাগত হোম, একটি উইকেট নেন তাইবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়