শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট কেন্দ্র পাহারা দেবেন, ফলাফল নিয়ে বাড়ি যাবেন : বগুড়ায় ফখরুল

বগুড়া প্রতিনিধি : জাতীয় ঔক্যফ্রন্ট’র মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামীলীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা বুঝে গেছে, অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরাজয় হবে। তাই ডক্টর কামাল ও আমার উপর সহ সারাদেশে হামলা শুরু করেছে। কিন্তু আমরা নির্বাচনে থাকবো। তাই ছোট খাটো সবু দ্বিধাদ্বন্দ ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট নেবেন।

সারাদিন ভোট কেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে যাবেন না। কেউ যেন ভোট চুরি করতে না পারে। জনগনের ভোট রক্ষা হলে বিজয় আমাদের নিশ্চিত। তিনি শুক্রবার সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শহর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজার্ ফখরুল ইসলাম আলমগীরের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ।

এসময় শহর সভাপতি মাহবুবর রহমান বকুল, আলী আজগর হেনা, লাভলী রহমান, সদর থানা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবকদল সভাপতি মেহেদী হাসান হিমু, পরিমল চন্দ্র দাস, তাহা উদ্দিন নাহিন, আলীমুর রাজি তরুন, কৃষকদলের রফিকুল ইসলাম সহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে বলেন, আমি কোন প্রার্থী নই , বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি । তিনি বলেন, শুধু প্রার্থীদের উপর হামলা নয়, শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ডক্টর কামাল, আ স ম রব সহ জাতীয় ওইক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলা করেছে আওয়ামীলীগ। রব সাহেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মির্জা ফখরুল বলেন, সংলাপে প্রধান মন্ত্রী কথা দিয়েছিলেন তফশিল ঘোষনার পর কেউ গ্রেফতার হবে না। কিন্তু আজ সারাদেশে গণগ্রেফতার চলছে। এজন্য একদিন জবাবদিহি করতে হবে। তিনি বলেন, সরকারের ইশারায় নির্বাচন কমিশন চলছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে পারেনি। আমরা হামলার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এর জবাবও দিতে হবে।

তিনি বলেন, রব, মান্না সহ বহু জাতীয় নেতা ধােেনর শীষ নিয়ে নির্বাচন করছেন। কারন সবাই দানবের হাত থেকে মুক্তি চায়। ধানের শীষ ছাড়া কোন আওয়াজ থাকবে না।

সারাদেশে মির্জা ফখরুল বিকেলে শহরের তিনমাথা, চারমাথা, মাটিডালী বিমান মোড়, ২য় বাইপাস, সহ ১৩টি বিভিন্ন পয়েন্টে ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়