শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি শান্ত আছি কারণ আমি আমার শক্তি সম্পর্কে জানি’

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু হবে শেষ ষোলোর ধুন্ধুমার লড়াই। লড়াইয়ে নামার আগেই ধাক্কা খেয়েছে কিছু দল। যেমন টটেনহ্যামের কাছে বার্সার ড্র, ইয়ং বয়েজের কাছে জুভেন্টাস এবং সিএসকেএ মস্কোর কাছে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের পরাজয়। এতো কিছু সত্ত্বেও বড়দলগুলো শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়াং বয়েজের কাছে অপ্রত্যাশিত হার নিয়ে ভাবতে রাজি নন জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং চ্যাম্পিয়ন্স লিগের পরের ‘চমৎকার অধ্যায়ে’ দলের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী পর্তুগিজ এই ফুটবলার।

প্রতিপক্ষের মাঠে বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে একই ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।

চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে জুভেন্টাসের প্রথম হারের পর নকআউট পর্ব নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান ৩৩ বছর বয়সী রোনালদো। ‘এখন চ্যাম্পিয়ন্স লিগের চমৎকার অধ্যায়টা শুরু হলো। আমি আত্মবিশ্বাসী যে আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। আমি শান্ত আছি কারণ আমি আমার শক্তি ও দলের সম্ভাবনা সম্পর্কে জানি।’

‘আমি সহজেই দুটি গোল করতে পারতাম। কিন্তু এটাই ফুটবল। আমাদের পরের ম্যাচে মনোযোগ দেওয়া শুরু করতে হবে। দিন শেষে এটাই ফুটবল’

  • সর্বশেষ
  • জনপ্রিয়