শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামালের ওপর হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে : রিজভী

শিমুল মাহমুদ: শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রখ্যাত আইনজীবী ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, গণস্বাস্থের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ওপর হামলা প্রধানমন্ত্রী নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রকে হত্যা করে এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে আওয়ামী লীগ ।

গতকালের সিইসির দেয়া বক্তব্য নিবাচনে তৃতীয় শক্তির উত্থান আছে কি না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সিইসির এমন বক্তব্য গভীর রহস্যজনক ও দূরভীসন্ধিমূলক। আরেকটি একতরফা নির্বাচনের লক্ষ্যেই ইসি সরকারকে সহযোগিতা করছে।

তিনি বলেন, সিইসি নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নিবাচন করতে চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে পারতেন, কিন্তু নামাননি। সরকারের নির্দেশে সেনাবাহিনীকে দর্শক হিসেবে রাখার চেষ্টা চালাচ্ছে কমিশন।

বিএনপির এ মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা কোন সহযোগিতা পাচ্ছি না। তাদের হাত থেকে নিজেদের রক্ষা পেতে বৈধ কোন সংস্থার সাহায্য প্রার্থনা করেন তিনি।

রিজভী বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরুর দিন থেকে বিএনপি নেতাকর্মীদের উপর সশস্ত্র আক্রমণ শুরু করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্নস্থানে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের প্রচারণার মাইক ভাঙচুর এবং বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করেছে।

বিএনপির এ নেতা বলেন, প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢাক-ঢোল পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ মিছিল থেকে তারা রাস্তার ধারে বিএনপির অফিস দেখলেই সেই অফিসে হামলা চালিয়ে তছনছ করেছে। নির্বাচনী প্রচারণায় রাজধানীসহ সারাদেশে পুলিশি তাণ্ডব থামছেই না।

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হামলা, গ্রেফতার ও গুম বন্ধ হচ্ছে না। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ এখন ভয়ঙ্কর আতঙ্কের নাম। নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণার ন্যুনতম পরিবেশ তৈরি করতে ব্যর্থ হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না করতে পারায় এসব হামলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়