শিরোনাম

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেন প্রশ্নে সৌদিকে সামরিক সহায়তা নয় : মার্কিন সিনেট

আব্দুর রাজ্জাক : আবারো মার্কিন সিনেটে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। ইয়েমেন প্রশ্নে ভোটাভোটিতে সিনেট সদস্যরা সৌদিকে সামরিক সহায়তায় বন্ধের সম্মত হয়েছে। এবারই প্রথম মার্কিন কংগ্রেস দেশটির ১৯৭৩ এর যুদ্ধনীতিতে কোন যুদ্ধবিধ্যস্ত এলাকা থেকে সৈন্য প্রত্যার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি

বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটাভোটিতে ক্ষমতাসীন রিপাবলিকানরা ৫৬/৪১ সমর্থনে সৌদিকে সামরিক সহায়তায় ট্রাম্পের নীতি অক্ষুন্ন রাখতে ব্যর্থ হয়েছে। মার্কিন সিনেটের এমন সিদ্ধান্তে ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের সকল সৈন্য সরিয়ে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি মার্কিন যুদ্ধ অব্যাহত থাকবে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে কোন সেনাও সরানো হবে না।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ইয়েমেনে যুদ্ধরত সৌদি বিমানগুলোতে জ্বালানি সরবরাহ স্থগিত রেখেছে। মার্কিন সিনেটের সিদ্ধান্তটি যদি আইন হিসেবে পাশ হত তাহলে আর কখনো পুনরায় জ্বালানি সরবরাহ চালু করার হত না। ভোটাভোটির মাধ্যমে মার্কিন সিনেট সৌদি স্বৈরাচারী সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসনের অংশিদার হবে না বলে মন্তব্য করেন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়