শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতদিন বেকারদের চাকরি হবে না, ততদিন তাদের ভাতা দেওয়া হবে

আমাদের সময় : জনগণের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভয়ভীতি ও ত্রাসের মাধ্যমে এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি এ দেশের অপার সম্ভাবনা ম্লান করে দিচ্ছে। বিএনপি সরকার গঠন করলে শান্তিময় জীবন প্রতিষ্ঠা করা হবে। যতদিন শিক্ষিত বেকারদের চাকরি হবে না, ততদিন তাদের ভাতা দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতায় গেলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সমস্যা সমাধানে আলাদা মন্ত্রণালয় করা হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘দেশের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রতি জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে। আওয়ামী লীগ একক ক্ষমতা দখলে রাখতে স্বৈরশাসন কায়েম করছে।’

ফখরুল আরও বলেন, ‘নির্বাচনে সহিংসতা বাড়ছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনারের ন্যূনতম আগ্রহ নেই। সহিংসতায় সরকারের লোকজন জড়িত। নির্বাচন বানচাল করে এককভাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকতে চায়।’

সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা, বরুনাগাঁও, চেরাডাঙ্গী,বটতলী, বদ্বেশরী, চুয়ামনিসহ  বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মির্জা ফখরুল।

এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপি সহসভাপতি আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নূর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়