শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ ও ১শ’ মোবাইল উদ্ধার

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কোটি ৩০ লাখ টাকা সমমূল্যের ১৬ কেজি ১শ’ গ্রাম ওজনের ১৬১টি স্বর্ণবার ও ১শ’ পিস শাওমি ব্রান্ডের মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব স্বর্ণবার জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী বলেন, গোপন সংবাদে প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নম্বর এসকিউ ৪৪৮) আগত যাত্রীর প্রটোকলের ব্যাগ নিয়ে যাবার সময় সিরাজ নামের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিরাজ জানান, তিনি প্রটোকলের ব্যাগ নিয়ে যাচ্ছেন। তাকে ব্যাগ স্ক্যান করতে বলা হলে তিনি অসহযোগিতা করেন এবং জানান ব্যাগের মালিক একজন ভিআইপি যাত্রী এবং তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন। যাত্রীর পাসপোর্ট দেখাতে বলা হলে সিরাজ জানান, পাসপোর্ট ভিআইপি যাত্রীর কাছে রয়েছে। এ সময় তাকে ব্যাগ খুলে চেক করা প্রয়োজন বলে জানানো হয় এবং যাত্রীসহ পাসপোর্ট কাস্টমস লাউঞ্জে নিয়ে আসার অনুরোধ করা হয়। কিন্তু সিরাজ মোবাইল ফোন বের করে ফোন করতে থাকেন এবং ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে যান। এরপর দীর্ঘ সময়েও ফিরে আসননি।

পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, যাত্রীর নাম সাইফুল ইসলাম। সিট নম্বর-৩৮জি। এরপর সিভিল এভিয়েশনের কাছে থাকা ভিআইপি পাস ইস্যু রেজিস্টার ঘেটে দেখা যায়, ভিআইপি প্রটোকল করার জন্য সিরাজ নামক এক ব্যক্তিকে পাস দেয়া হয়েছে। যার নম্বর-০০২৮ এবং মোবাইল নম্বর- ০১৮১৯২৭৮৯০২।

অথেলো চৌধুরী জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ ২টি খোলা হলে মোবাইল প্যাকেটের মধ্যে ১শ’ গ্রাম ওজনের ১৬১টি স্বর্ণবার এবং সেইসঙ্গে ১শ’টি শাওমি ব্র‍্যান্ডের মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা।

এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট- ১৯৬৯ এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট- ১৯৭৪ অনুযায়ী চোরাচালানের অভিযোগে যাত্রী এবং প্রটোকলে থাকা ব্যক্তি সিরাজের নামে মামলা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান অথেলো চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়