শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের বড় কোম্পানিগুলো ৮ হাজার ৪শ কোটি ইউরো কর দিয়েছে

নূর মাজিদ : যুক্তরাজ্যের বৃহৎ কো¤পানিগুলোর প্রদেয় করের পরিমাণ আট বছর ধরে বাড়ছে। চলতি বছরের অক্টোবর নাগাদ দেশটির বৃহৎ কো¤পানিগুলোর প্রদেয় করের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় ১শ ৯০ কোটি ইউরো বেড়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ কো¤পানির অর্থনৈতিক লেনদেন পর্যবেক্ষণ করে শীর্ষ অডিট সংস্থা প্রাইসওয়াটার হাউজ কুপারস-পিডব্লিউসি এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, এই সময় কো¤পানিগুলো আয়কর হিসেবেই ২ হাজার ৭২০ কোটি ইউরো দিয়েছে।

এর বাহিরে কো¤পানিগুলো কর্পোরেট কর ও মুল্য সংযোজন শুল্ক হিসেবে সরকারকে ৫ হাজার ৬শ ৯০ কোটি ইউরো দিয়েছে। অক্টোবর মাসে ব্রিটিশ সরকারের কর্পোরেট কর আদায়ের পরিমাণ ১৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এই সময় সরকার শীর্ষ কো¤পানিগুলোর কাছ থেকে মোট ৮ হাজার ৪শ কোটি ডলারের রাজস্ব আয় করে। একাউন্টেন্সি ডেইলি

পিডব্লিউসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০০ ইউরো মুনাফা থেকে সরকারকে ১ ইউরো আয়কর দেয়া হয়। এছাড়াও, ভ্যাট ও কর্পোরেট ট্যাক্স থেকে সরকার প্রতি ১০০ ইউরোতে ২ দশমিক ৭৭ ইউরো রাজস্ব লাভ করেছে। তবে ব্রিটিশ রাজস্ব আয়বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে বড় কর্পোরেশনগুলোর শীর্ষ কর্মীদের প্রদেয় আয়কর। যা মোট আদায়িকৃত রাজস্বের ৩০ দশমিক ৬ শতাংশ। এরপরেই অবস্থান উৎপাদন ও মুল্য সংযোজন করের। এই খাত থেকে সরকার ২৯ দশমিক ৪ শতাংশ রাজস্ব আয় করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়