শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সিনেটে ইয়েমেনে সৌদি জোটকে সহায়তা বন্ধের প্রস্তাব

নূর মাজিদ : যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তার দেশ সৌদি আরবকে জোরদার সমর্থন দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। এমনকি সৌদি আরবকে ইয়েমেন যুদ্ধে সহায়তা অব্যাহত রাখার পক্ষেও তার পরিস্কার অবস্থান । এই যুদ্ধকে ইতোমধ্যেই জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচাইতে বড় মানবিক দুর্ভোগ বলে চিহ্নিত করেছে। গত বুধবার মার্কিন সিনেট ইয়েমেন যুদ্ধ বন্ধে ট্রা¤েপর বিপরীতেই অবস্থান নিয়েছে। যা মার্কিন রাজনীতিতে একটি বিরল ঘটনা।

সিনেট সদস্যরা ইয়েমেন যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে একটি আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন অনুমোদন করেন। এই সময় তারা প্রস্তাবটি উপস্থাপিত হলে সেটি পাশ করার পক্ষেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। রিপাবলিকান সিনেটরদের একটি বড় অংশ এই ইস্যুতে ট্রা¤েপর অবস্থানকে অগ্রাহ্য করে প্রস্তাবটি অনুমোদন করেন। গত ৬ই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সিনেটে ট্রা¤েপর রিপাবলিকান দলেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সিএনবিসি

প্রস্তাবটি অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদারপন্থী গণমাধ্যম বলছে, প্রায় লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ ইয়েমেনে সৌদি জোটের অন্যায় আগ্রাসণ। ইরানকে মোকাবেলার অজুহাতে যুক্তরাষ্ট্র এতদিন ধরে সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দিয়ে আসছে। তবে ভিন্নমতালম্বি সৌদি সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার পর পুনরায় ইয়েমেন ইস্যু মার্কিন রাজনীতির কেন্দ্রে আলোচলায় উঠে আসে। ট্রা¤প চাপে পড়ে ওই হত্যাকা-ের সমালোচনা সমালোচনা করলেও তিনি ও তার জামাতা জ্যারেড কুশনার সৌদি যুবরাজের পক্ষেই অবস্থান নিয়েছেন। যুবরাজ বিল সালমানের সমর্থনে ট্রা¤প বলেন, তিনি(বিন সালমান) সৌদি আরবের নেতা এবং তারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। গত মঙ্গলবার নিজ দপ্তর ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সের কাছে এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

তবে বুধবার ট্রা¤েপর পরিস্কার অবস্থানকে বৃদ্ধাক্সগুলি দেখিয়ে ১১ জন রিপাবলিকান ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাব উপস্থাপনে ভোট দিয়েছেন। এসময় তারা বলেন, এই অন্যায়যুদ্ধের কারণে ইয়েমেনে যে দুর্ভিক্ষ ও মানবিক সংকট দেখা দিয়েছে তা অতুলনীয়। আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় লাখ লাখ শিশু দুর্ভিক্ষ ও অপুষ্টির শিকার হয়ে মারা যাচ্ছে। প্রস্তাব উপস্থাপন অনুমোদনের পর রিপাবলিকান দলের মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘এখন থেকে সৌদি আরব যদি মার্কিন অস্ত্র ক্রয় করতে চায় তাহলে সেই অস্ত্র কিভাবে ব্যবহার করা হবে, তা নিয়েও সৌদি আরবকে চিন্তা করতে হবে। কারণ সেটিও আমাদের মাথাব্যথার বিষয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়