শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, ১৩ মোটরসাইকেলে আগুন

নরসিংদী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপির প্রার্থী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ১৩টি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।

বৃহস্পতিবার বিকেলে মনোহরদী উপজেলার হেতেমদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল নেতাকর্মীদের নিয়ে হেতেমদী এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছিলেন। বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০/৪০ জন ক্যাডার পেছন থেকে রাম দা লাঠিসোটা নিয়ে গণসংযোগে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একটি মাইক্রোবাসসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা হামলা চালিয়েছে বা গাড়িগুলো কাদের ছিল তা কেউ বলতে পারেনি। এমনকি এখন পযর্ন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, গণসংযোগের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০/৪০ জন ক্যাডার পেছন থেকে রাম দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমাদের গাড়িতে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে।

নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহামুদ হুমায়ন এমপি বলেন, বিএনপির আমলে বকুল সাধারণ জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছিল। সংখ্যালঘুসহ বহু মানুষের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছিল। মামলা দিয়ে এলাকার হাজার হাজার লোককে গ্রাম ছাড়া করেছিল। এখন জনগণ বকুলের বিরুদ্ধে জেগে উঠেছে। এ ঘটনা এরই বহিঃপ্রকাশ। তবে আমরা এসব নৈরাজ্য পছন্দ করি না। আমরা এ ধরনের নৈরাজ্য প্রতিহত করে মানুষের মধ্যে স্বস্তি এনে দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়