শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীক বরাদ্দের পর মামলা ১৫, গ্রেফতার ৫৫৬ : রিজভী

শিমুল মাহমুদ : তফসিল ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার হয়েছে ১৫৮ টি এবং গ্রেফতার হয়েছে ২৫৪৬ জন। তাছাড়া প্রতীক বরাদ্দের পর থেকে মামলার সংখ্যা ১৫টি এবং গ্রেফতারের সংখ্যা ৫৫৬ জন।

বৃহস্পতিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনকে একতরফা করতেই সরকারের নির্দেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনী যৌথ প্রযোজনায় কাজ করছে। এবং এর নেপথ্যের সকল কাজের কাজী হচ্ছে নির্বাচন কমিশন।

এ সময় সারা দেশের হামলা-মামলা, গ্রেফতার বিষয় গুলো সাংবাদিকদের তুলে ধরেন তিনি।

গাজীপুর জেলা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে তার নির্বাচনী এলাকা নিজ বাড়ী থেকে আজ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া গাজীপুরে বিএনপির -২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীপুর বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব ও গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি ভাংচুর করেছে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এ সময় জীবা আমিনা খান কার্যালয়ের ভিতরে ছিলেন। পরে তিনি গাড়ি বহর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে অভিযোগ জানিয়ে ফেরার পথে পুণরায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এ সময় বহরের পিছনের গাড়িতে থাকা কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন খালেকুজ্জামান জামান টিটু সহ ৫ নেতা-কর্মী।

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ২০দলীয় জোট প্রার্থী শাহদাত হোসেন সেলিমের করপাড়ার বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন খাঁনের সমর্থকরা। এ সময় দুইটি মোটরসাইকেল, সভা মঞ্চের চেয়ারটেবিল ও বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়। এ ঘটনায় কহিনুর বেগম. জোসনা বেগম, যুবদল নেতা জুয়েল, টিপু সুলতান,শহিদুল আলম বাবলু ও আবুল কাশেমসহ ১০জন আহত হয়।

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক জুলফিকার শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমাবেশ স্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৮-১০ জন কর্মী আহত হয়েছেন।

পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলাক করেছে আওয়ামী সন্ত্রাসীরা। হামলায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও মাগুরায় নিতাই রায় চৌধুরীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীর ওপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় ৪জন আহত হয়েছে। কুয়াকাটায় বিএনপির নির্বাচনী প্রচার মাইক ভাংচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থী হাসিনা আহমেদ এর নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সশস্ত্র হামলা চালায় ও গুলিবর্ষণ করে। সন্ত্রাসীদৈর হামলায় চকোরিয়া পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র চকোরিয়া পৌরসভা নুরুল ইসলাম ইসলাম হায়দারসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে জেলা হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী মো. লিয়াকত আলীকে আজ শান্তিনগর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পল্ববী থানার ৩ নং ওয়ার্ড বিএনপির নেতা টুটুল, সাজিদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়েরকে ভোর রাতে পল্ববী থানা পুলিশ গ্রেফতার করেছে। ঢাকা-১২ আসনে নির্বাচনী লিফলেট বিলি করার সময় মহিলা দল নেত্রী রিনা ও নাসিমাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-৪ আসনে শ্যামপুর লাল মসজিদের সামনে পোস্টার লাগাতে গেলে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির কর্মী মোমিনসহ ৫ জনকে মারধর করে রক্তাক্ত করে এবং পোস্টার ছিড়ে ফেলে।

কলমাকান্দা উপজেলাধীন কৈলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মোরশিধ আলী, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা লোকমান হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়