শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমলেও আর্থিক খাতের শেয়ারের দর বেড়েছে

মাসুদ মিয়া: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে আর্থিক খাতের শেয়ার দর বেড়েছে ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসই স‚ত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক খাতে ২৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ার দর বেড়েছে ১৮টির বা ৭৮.২৬ শতাংশের, শেয়ার দর অপরিবর্তিত ১টির বা ৪.৩৫ শতাংশের এবং ৪টির বা ১৭.৩৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এদিন টাকার অঙ্কে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১.১০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১.০ টাকা বেড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এবং তৃতীয় সর্বোচ্চ ০.৮০ টাকা বেড়েছে মাইডাস ফাইন্যান্সিংয়ের। এছাড়া বিডি ফাইন্যান্সের ০.৭০ টাকা; ফাস ফাইন্যান্সের ০.৬০ টাকা; ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ০.৪০ টাকা; বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ও ইউনাইটেড ফাইন্যান্সের ০.৩০ টাকা করে; পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটালের ০.২০ টাকা করে; বে লিজিং, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স ও লংকাবাংলার বেড়েছে ০.১০ টাকা করে শেয়ার দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি ১.২০ টাকা কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের। এছাড়া আইডিএলসিও ফনিক্স ফাইন্যান্সের ০.৩০ টাকার করে এবং ফার্স্ট ফাইন্যান্সের ০.২০ টাকা শেয়ার দর কমেছে। গতকাল আইপিডিসির শেয়ার দর অপরিবর্তিত থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়