শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনপিপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইসমাঈল ইমু : সেবাখতে তাৎক্ষনিক ধর্মঘট নিষিদ্ধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিৎ করতে সকল ধর্মের উত্তরাধিকার আইন সংশোধন এর ঘোষনা দিয়ে ‘সকল কণ্ঠে প্রতিধ্বনিত হোক রাষ্ট্র পরিচালানায়’ ইশতেহার ঘোষণা করেছে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এনপিপি’র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেডিট ফ্রন্টের (এনপিএফে) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রামে লিপ্ত। দলটি রাষ্ট্র পরিচালনায় সকল মত বিবেচ্য হবার কাঠামো হিসাবে প্রত্যক্ষ ও আনুপাতিক ভোটের মাধ্যমে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের কথা ঘোষনা করেছে। যেখানে ১০০ সংরক্ষিত নারী আসনে প্রত্যক্ষ ভোটে নারী সদস্য নির্বাচিত হবে। এছাড়া সেবাখাতে তাৎক্ষনিক ধর্মঘাট ও কর্মবিরতি নিষিদ্ধ করা, নারী পুরুষের সমঅধিকার নিশ্চিৎ করতে সকল ধর্মের উত্তরাধিকার আইন সংস্কার করা, ধর্মীয় মূল্যবোধ সংবেদনশীল জাতীয় সংস্কৃতি বিনির্মান, নির্বাচনে সরকারী প্রভাব মোকাবেলার স্থায়ী উপায় হিসাবে সর্ব বিরোধী দলীয় নির্বাচনকালীয় ছায়া মন্ত্রীসভা গঠনের মত মৌলিক কর্মসূচী উপস্থাপন করে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় পরিকল্পিত অভিযোজন উদ্যোগ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, জঙ্গিবাদ মোকাবেলা সহ ২৬ দফা কর্মসূচি রয়েছে ইশতেহারে ।

সকল কণ্ঠ প্রতিধ্বনিত হোক রাষ্ট্র পরিচালনায় উল্লেখ করে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আমরা বিশ্বাস করি সকলের সক্রিয় অংশগ্রহণই পারে নির্বাচনে সরকারের প্রভাব বিস্তারকে রুখে দিতে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট এনডিএফ দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ করছে। ইশতেহার পাঠ করেন এনপিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল। এসময় এনপিপি চেয়ারম্যান আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় এনপিপি মনোনীত ও এনডিএফ’র ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছে। তিনি বলেন, ৮১ আসনে প্রার্থী মনোনয়ন দিয়ে এনপিপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠ স্থানে রয়েছে। অনুষ্ঠানে ৮১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সম্পাদনা : আবুল বাশার নুরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়