শিরোনাম

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার থেকে সেনা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট বার

এস এম নূর মোহাম্মদ : আগামীকাল শুক্রবার থেকেই বিচারিক ক্ষমতা দিয়ে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় সমিতির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা। এসময় বারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত বিএনপি-জামায়াতসহ ঐক্যফ্রন্টের প্রায় ৫০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে নির্বাাচনী প্রচারণা চালানোর সময় প্রশাসনের ছত্রছায়ায় সরকারদলীয়দের হামলায় আহত হয়েছে প্রায় ২ হাজার নেতাকর্মী।

বারের পক্ষ থেকে বলা হয়, চলমান সন্ত্রাসী হামলায় বারের নেতৃবৃন্দ খুবই উদ্বিগ্ন। আগামী নির্বাচনে ভোটাররা তাদের নিজরে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সন্দহ তৈরি হয়েছে। তাই ১৪ ডিসেম্বর থেকেই সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়