শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রের ধারে ৪৫০ কোটি রুপির বাংলো উপহার পেলেন ঈশা আম্বানি

মুসফিরাহ হাবীব: ভারতের ধনকুবের মুকেশ আম্বানির কন্যা ঈশা আম্বানির রাজকীয় বিয়ে নজর কেড়েছে সবার। বুধবারই আলো ঝলমল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঈশা গাঁটছড়া বেঁধেছেন আরেক ধনকুবেরের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে।

বিয়ের অনেক আগে থেকেই একের পর এক অনুষ্ঠানে অংশ নিয়েছে বলিউড-হলিউড ও ক্রীড়াঙ্গনের শীর্ষ তারকাদের পাশাপাশি দেশি-বিদেশি প্রভাবশালী রাজনীতিবিদরাও। যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ আরো অনেকে। বুধবার উদয়পুরে আম্বানির রাজকীয় বাসভবন অ্যান্টিলিয়ায় সম্পন্ন হয় এ যুগলের বিয়ের অনুষ্ঠান।

বিলাসবহুল এ বিয়ের রেশ এখনো কাটেনি। চলছে বিস্তর আলোচনা। বিয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে উঠে আসছে নতুন নতুন তথ্য। আর তাতেই জানা গেছে, বিয়ের উপহার হিসাবে ঈশা-পিরামল যুগল পেয়েছেন বহুমূল্য ওই বাংলো। বিয়ের পর এখন এ বাড়িতেই থাকবেন তারা।

নতুন বউ ঈশাকে ৪৫২ কোটি রুপি মূল্যের আস্ত এ বাংলো উপহার দিয়েছেন তার শ্বশুর ও শাশুড়ি। মুম্বাইয়ের ওরলিতে আরব সাগরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বাংলোটি। ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হয়েছে ৫ তলা এ বাড়িটি। ভেতরের মেঝে তৈরি হয়েছে সাদা মার্বেল পাথরে।

বাড়ির বেজমেন্টে রয়েছে লন এবং বিভিন্ন কাজে ব্যবহারের জন্য কয়েকটি কক্ষ। উপরের তলাগুলোতে রয়েছে লিভিং, ডায়নিং রুম, হলঘর, বেডরুম ও সার্কুলার স্টাডিজ রুম।

ঈশা আম্বানির কাছে দামি বাড়ি নতুন কিছু না হলেও উপহার হিসাবে পাওয়া এ বাড়িটি তার বাবার বাড়ির চেয়ে কম সুন্দর নয়। আগে এই বাংলোটি ছিল ইউনিলিভার গোষ্ঠীর মালিকানাধীন। ২০১২ সালে ৪৫০ কোটি রুপিতে সেটি কিনে নেয় পিরামলের পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়