শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের কাজ অনুমোদন করে ৪৬ শতাংশ মার্কিনী: ফক্স নির্বাচনী জরিপ

রাশিদ রিয়াজ : মার্কিন মিডিয়া ফক্স নির্বাচনী জরিপে প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজটি করছেন এমন মত দিয়েছে ৪৬ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। এ জরিপে ৫৫ শতাংশ বলছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ বছরের শুরু থেকে সংকটের দিকে ধারাবাহিকভাবে পতিত হচ্ছে। বুধবার এ জরিপ ফলাফল প্রকাশিত হয়।

তবে মার্কিন অর্থনীতি সঠিকভাবেই পরিচালনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন মত দিয়েছেন জরিপে ৫০ শতাংশ। এক্ষেত্রে ৪৩ শতাংশ বলছেন, অর্থনীতিতে তিনি সঠিক সিদ্ধান্ত নেননি। সীমান্ত নিরাপত্তা রক্ষায় ৪৬ শতাংশ রয়েছেন ট্রাম্পের পক্ষে কিন্তু ৪৯ শতাংশ মনে করছেন তিনি সঠিক দায়িত্ব পালন করছেন না। অভিভাসন প্রশ্নে অভিমত পড়েছে ট্রাম্পের পক্ষে ৪৩ ও বিপক্ষে ৫৩ শতাংশ। স্বাস্থ্যসেবায় ট্রাম্পের ভূমিকাকে সমর্থন দিয়েছে মাত্র ৩৩ ভাগ মার্কিন নাগরিক। ৫৬ শতাংশ স্বাস্থ্যসেবা খাতে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ প্রভাব বা জড়িত থাকার অভিযোগের বিষয়ে ট্রাম্পের অবস্থান সম্পর্কে ৪৮ শতাংশ বলছেন প্রেসিডেন্ট নিজেই বিষয়টি সমনব্য় করেছেন। ৩৭ শতাংশ মনে করেন বিষয়টি নিয়ে রুশদের সঙ্গে সমন্বয়ে ট্রাম্প জড়িত ছিলেন না। কিন্তু ৫১ শতাংশ সন্দেহ করছেন, ট্রাম্পের বিশেষ পরামর্শক রবার্ট মুলার প্রেসিডেন্টের সঠিক ভূমিকাটি উদঘাটন করতে পারবেন।
এদিকে ডেমোক্রেট রাজনীতিবিদ ক্রিস অ্যান্ডারসন যিনি রিপাবলিকান রাজনীতিবিদ ড্যারন শও’এর সঙ্গে এ জরিপ পরিচালনায় যুক্ত ছিলেন, তিনি বলেন, আগামী বছর প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পড়বেন। কারণ যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূক হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়