শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থকে ভয় পাচ্ছেন না কোহলি

স্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের যে শরীরী ভাষা, যে মেজাজ থাকা দরকার, তা বিরাটের আছে। বলা ভাল যতটা প্রয়োজন তার থেকে একটু বেশিই আছে। তার প্রমাণ আরও একবার মিলল। বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত, জোহানেসবার্গের মতো কঠিন উইকেটে খেলে এসেছে, পার্থের সবুজ পিচ দেখিয়ে এই দলকে চমকানো যাবে না। হাবেভাবে তো বটেই, সরাসরি বক্তব্যেও সেই কথা বুঝিয়ে দিলেন বিরাট কোহলি।

অ্যাডিলেডে জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। পার্থে ১-০ এগিয়ে থেকেই শুরু করবে তারা। তবে এই টেস্টে কোনও দলই যে অ্যাডভান্টেজ নিয়ে নামবে না, তাও পরিষ্কার করে দেন বিরাট।

পার্থে একেবারে ঘাসে মোড়া উইকেট বানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্ট্যাম্প সামনে না থাকলে বোঝাই যাচ্ছে না কোনটা পিচ আর কোনটা মাঠ। জাস্টিন ল্যাঙ্গাররা ভেবেছে, গ্রিন টপেই ভারতকে নাকানিচুবানি খাইয়ে দেবে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডরা। সেই মতো পেস বোলিংকেও অগ্রাধিকার দিচ্ছে তারা। তবে বিরাট সাফ জানিয়ে দিলেন, ‘সবুজ উইকেটে তারা কোনও ভিনগ্রহী নন। জোহানেসবার্গের মতো ক্রিকেট পিচে খেলে এসেছে ভারতীয় দল। অতীতে এই ধরনের উইকেটে বহুবার খেলেছি আমরা। এটা আমাদের কাছে নতুন কিছু নয়।’

[caption id="attachment_767505" align="aligncenter" width="955"] পার্থের এমন সবুজ ঘাসে ঢাকা উইকেট দেখে মোটেও বিচলিত নন কোহলি।[/caption]

২০১২ সালেও পার্থে এই উইকেটে খেলে গিয়েছেন বিরাট। সেটা জোহানেসবার্গের উইকেটের ধারের কাছেও ছিল না বলে দাবি ইন্ডিয়ান ক্যাপ্টেনের। তবে সেবার টেস্টটা হেরেছিল ভারত। সেটাও খুব বিশ্রী ভাবেই। প্রথম ইনিংস (৪৪) ও দ্বিতীয় ইনিংসে (৭৫) বিরাট রান পেলেও ধোনির ভারত সেবার অস্ট্রেলিয়ার কাছে এক ইনিংস ও ৩৭ রানে হেরেছিল। কিন্তু এবার যে সেই হারের পুনরাবৃত্তি ঘটবে না তা প্রত্যয় নিয়েই বলছেন বিরাট।

সাংবাদিক বৈঠকে কোহলি জানিয়েছেন, টেস্ট জিততে হলে ২০ উইকেট নেওয়া প্রয়োজন। আর সেটা ভারতীয় বোলাররা পারবে বলেই দাবি তার। বিশ্বের এক নম্বর টেস্ট দলের অধিনায়ক আরও জানাচ্ছেন, ‘পার্থে কেউ অ্যাডভান্টেজ নিয়ে নামবে না। বরং দুই দলই টেস্ট জেতার সমান ক্ষমতা নিয়েই মাঠে নামবে।” এই টেস্ট উত্তেজক হবে বলেও মত তার। জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়