শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া জেলে থাকায় জনমত এখন বিএনপির পক্ষে : তৈমুর আলম খন্দকার

উল্লাস মূর্তজা : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকার বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে রাখায় জনমত এখন বিএনপির পক্ষে। সাধারণ মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে। বৃহস্পতিবার ‘আরটিভি’র ‘গোল টেবিল’ টকশোতে তিনি এসব কথা বলেন।

বিএনপি একই আসনে স্বামী এবং স্ত্রী দুজনকেই মনোনয়ন দিয়েছিলো, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি আগে থেকেই জানতো একজনকে মনোনয়ন দিলে যে কোনো ভাবে তার মনোনয়ন বাতিল করা হবে, তাই বিএনপি একই আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিলো।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের কাজ হচ্ছে, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা। আর এটা নিশ্চিত করতে হবে, প্রসাশনকে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো, তারা জনগণের অধিকার নিশ্চিত করতে পারছে না।

তিনি আরও বলেন, যে দেশের প্রধান বিচারপতি তার বইয়ের মধ্যে উল্লেখ করেন, ‘আমাকে লাথি মারা হয়েছে’। সে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রতিদিন বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু গ্রেফতার হচ্ছে না। এটা যদি আপনি বিবেচণায় নেন, তাহলেই রাষ্ট্রের প্রসাশনের ভূমিকা সহজেই অনুমান করা যায়।

তৈমুর আলম খন্দকার বলেন, আওয়ামী লীগ চেয়েছিলো, ২০১৪ সালেরমতো আরেকটা নির্বাচন, যে নির্বাচনে ১৫৪টা আসনে বিনা প্রতিদ¦ন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলো। বিএনপি এবারে নির্বাচনে এসেছে, আওয়ামী লীগ ২০১৪ সালেরমতো নির্বাচন করতে পারছে না। তাই এতো হামলা মামলা করে বিরোধীদলকে দমিয়ে রাখতে চাইছে। আমরা নির্বাচনে এসেছি গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য। সরকার পক্ষের উচিৎ হামলা মামলা না করে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়