শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫২ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থ টেস্টে দলে জায়গা হারালেন রোহিত-অশ্বিন

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে ৩১ রানে জিতে সিরিজে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে গেছে বিরাট কোহলির দল। এবার পার্থে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। কিন্তু পার্থে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে দেখা যাবে না রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনকে।

(১৪ ডিসেম্বর) শুক্রবার শুরু হতে যাওয়া পার্থ টেস্ট সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। সেই দলে জায়গা পাননি ওপেনার রোহিত শর্মা ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অ্যাডিলেডে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন রোহিত। অন্যদিকে প্র্যাক্টিসের সময় মাংসপেশীতে আঘাত পাওয়ায় ইনজুরিতে পড়েছেন অশ্বিন।

অ্যাডিলেডে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রোহিত। প্রথম টেস্টের দুই ইনিংসে রান পেয়েছেন ৩৭ ও ১। অন্যদিকে বল হাতে নামের প্রতি সুবিচার করা সত্ত্বেও জায়গা হারাতে হয়েছে অশ্বিনকে। দুই ইনিংস মিলিয়ে উইকেট পেয়েছিলেন ৬টি।

এ দু’জনের জায়গায় দলে ডাক পেয়েছেন হনুমা বিহারী ও রবীন্দ্র জাদেজা। রোহিতের জায়গায় ব্যাট হাতে দেখা যেতে পারে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটের এই উঠতি তারকাকে। কেননা পৃথ্বি শাও দলে নেই। অশ্বিনের বদলে স্পিনে হাত ঘোরাতে পারেন জাদেজা। তাছাড়া ব্যাট হাতেও লোয়ার অর্ডারের হাল ধরতে পারেন তিনি।

পার্থ টেস্টের ১৩ সদস্যের দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামী, জাসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়