শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায় : রাশেদা রওনক

অপু খান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান বলেছেন, উন্নয়নের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক দ্বৈন্যদশা কাটিয়ে উঠে তরুনরা অনেক আশার আলো দেখতে চায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তরুণরা একটা নতুন বাংলাদেশ দেখতে চায়। । যেখানে কর্মসংস্থান যথেষ্ট পরিমান সুযোগ থাকবে। তাদের স্বপ্ন থাকবে দেশ জয়ের, স¦প্ন থাকবে চাঁদে যাওয়ার। বুধবার দেশ টিভির ‘ভোটের লড়াই কথার লড়াই’ টক শোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা বা উন্নত বিশ্বের মতো নির্বাচনী পরিবেশ আমাদের দেশে এখনও তৈরি হয়নি। কারণ আমাদের গণতন্ত্রের খুব একটা সময় হয়নি। তবে এগোচ্ছে। আবার মাঝে মাঝে যে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি তা কিন্তু নয়। তবে ২০১৪ সালে যা হয়েছিলো তা তরুনদের জন্য বিভীষিকাময় ছিলো। বাসের মধ্যে বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পোড়ানো, মায়ের কোল থেকে বাচ্চাকে তুলে নিয়ে আগুনে পুড়ে মারা হয়েছে তখন বিএনপি কতটা কথা বলেছে?। তবে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি আমরা। সামনে যে নির্বাচন হবে সেটা আরো উন্নতির দিকে যাবে।

রাশেদা রওনক বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, তরুণ প্রজন্ম কিন্তু মিথ্যাচার পছন্দ করে না। উনারা আর কতো প্রতিহিংসার রাজনীতি করবেন? উনারা কি দিয়েছেন যে মানুষ ভোট দিবেন। ১০ বছর আগে যেখানে ছিলো সেখানেই তো আছে। কি পেয়েছে নতুনরা তাদের কাছ থেকে। তারা কি নিয়ে আসছে সেটা নিয়ে কথা বলা উচিত।

তিনি জানান, আমরা চাই আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক তারা নতুন কিছু বার্তা আনুক। নতুন প্রজন্ম চেয়েছে যুদ্ধাপরাধের বিচার হোক সেটা হতে অনেক সময় লেগেছে। তবে ২০১৪ সালের থেকে ২০১৮ তে সহিংসতা তুলনামূলকভাবে কম হচ্ছে বলে আমি মনে করি। এ জন্য আমি দুই দলকেই ধন্যবাদ দিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়