শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডের বিরুদ্ধে ড্র’তেই থামলো কিশোররা

স্পোর্টস ডেস্ক : প্রথমবার ইউরোপীয় ফুটবল টুর্নামেন্ট। তাই আমেজটা একটু বেশিই কাজ করছিল। কিন্তু আমেজটা শুরুতেই নিভে আসছিল সাইপ্রাসের কাছে বড় ব্যবধানে হারের পর। তবে বাংলাদেশের কিশোররা এবার স্বাগতিক থাইল্যান্ডকে চমকে দিয়েছিল প্রায়ই। গোল করে এগিয়ে গিয়েও যেন জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে পারলো মেহেদী-উচ্ছাসরা। জয়ের খুব কাছাকাছি গিয়েও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল-সবুজ জার্সিধারীদের।

বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হওয়া উয়েফার এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা। এর আগে প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ ব্যবধানে হারা বাংলার কিশোরদের সামনে ছিল মালদ্বীপকে ১১-০ ব্যবধানে হারিয়ে দেয়া থাইল্যান্ড। সাইপ্রাসের পর টুর্নামেন্টের ফ্যাভারিট তারাই।

সেই থাইল্যান্ডের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে আনতে আনতে আর হলো না। ড্র নিয়েই মাঠ ছেড়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নরা। সমান তালে খেলে গিয়েছে বাংলাদেশ। ম্যাচে গোলের মুখ আগে দেখেছে লাল-সবুজরা। ৩৪ মিনিটে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন আশিকুর রহমান। ডান প্রান্ত থেকে বাতাসে ভেসে আসা বল মাথা ছুঁয়ে ঠিকানা খুঁজে নেয় আশিকের বল।

[caption id="attachment_767429" align="aligncenter" width="2013"] থাইল্যান্ডের বিরুদ্ধে গোলের পর এভাবেই উদযাপন করেন আশিকুর, মেহেদি ও হৃদয়রা। ছবি : বাফুফে[/caption]

প্রথমার্ধের শেষ মিনিটেই জটলা থেকে সমতায় ফেরে থাইল্যান্ড। কর্নার থেকে আসা বল ডি বক্সের ভেতরে পড়লে জটলা থেকে গোল করেন থাইল্যান্ডের চন্নাপাত বুয়াফান। দ্বিতীয়ার্ধেও জয় নিশ্চিত করতে পারতো মেহেদীরা। শেষ বাঁশি দেয়ার অপেক্ষা যখন রেফারি বল পেয়ে প্রতি আক্রমণে বাংলাদেশ।

গোছালো ফুটবল খেলে ডি বক্সের একেবারে কাছে গিয়ে ঠিক মতো পাস দিতে পারে নি। বলটি থাইল্যান্ডের সিক্স ইয়ার্ডের সামনে অপেক্ষায় থাকা আরেক দেশি ফুটবলারের সামনে দিয়ে যাওয়ার আগেই বল আটকে দেন গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্রয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়