শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিটার্নিং অফিসার নিরপেক্ষ থাকছে না : সুলতানা কামাল

মারুফুল আলম : তত্ত্বাবদায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, দুর্ভাগ্যজনকভাবেই বলতে হচ্ছে, সকল দলের জন্য সমান সুযোগ দেখতে পাচ্ছি না। রিটার্নিং অফিসার হিসেবে যার একেবারেই নিরপেক্ষ থাকার কথা, তিনি অংশ নিচ্ছেন মন্ত্রীর আত্মীয়ের পরিচিতি সভায়। বুধবার চ্যানেল আই তৃতীয় মাত্রায় তিনি এ কথা বলেন।

রিটার্নিং অফিসারের মন্ত্রীর সঙ্গে যাওয়ার সৌজন্যতাকে তিনি রাজনীতিবিদদের সৃষ্ট জটিলতা উল্লেখ করে বলেন, রিটার্নিং অফিসার হলে তাকে রিটার্নিং অফিসারের ভূমিকায় থাকতে হবে। আমরা চাইবো, এই জটিলতা থেকে তারা ফিরে আসুক। একজন সৎ নাগরিক হিসেবে গণতন্ত্রকে সম্মান এবং সংবিধান ও মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থাকতে হলে এসব বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার এবং চাইবো এসবের পুনরাবৃত্তি যেনো না হয়।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের একজন সুউত্তরাধিকারী কখনো মুক্তিযুদ্ধকে বেচবে না, বরং সেটাকে আরো সমৃদ্ধ করবে। এই বেচার রাজনীতি থেকে তরুণরা যেনো বিরত থাকে সেই শিক্ষা ও নৈতিক আবহ তৈরি করার দায়িত্ব আমাদের। সেটা না হলে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধগুলো আছে সেগুলোর প্রতি তরুণসমাজ বিতশ্রদ্ধ হয়ে যেতে পারে। মুক্তিযুদ্ধের নাম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজগুলো হতে দেখলে তরুণ সমাজ মুক্তিযুদ্ধকে চিনতে পারবে না। যতক্ষণ মুক্তিযুদ্ধকে একজন তরুণ চিনতে না পারবে ততক্ষণ সে মুক্তিযুদ্ধকে ভালোবাসতে পারবে না।

সুলতানা কামাল বলেন, নির্বাচনের প্রতি বাংলাদেশের মানুষের অদ্ভূত রকমের ভালোবাসা আছে। নির্বাচনকে নিয়ে আমরা সবসময় একটি কথা উচ্চারণ করি সেটি হচ্ছে উৎসব। আমরা চাই নির্বাচন যেনো উৎসবমুখর হয়ে ওঠে। খেয়াল রাখতে হবে, উৎসব যেনো কারো জন্য আতঙ্ক না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়