শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক : ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে গ্রেফতারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ অবশ্য দাবি করছে গ্রেফতার নয়, খন্দকার আবু আশফাককে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছিল। তথ্য-ব্রেকিংনিউজ

বুধবার খন্দকার আবু আশফাককে ছেড়ে দেয়া হলেও তার ১০ নেতা-কর্মীকে আটকে রেখেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও পুলিশ জানায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘খন্দকার আবু আশফাককে ছেড়ে দেওয়া হয়েছে। আটক বাকি ব্যক্তিরা ভাঙচুরের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

এর আগে খন্দকার আবু আশফাকের আটকের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেছিলেন, ‘বিকেল পাঁচটার দিকে দোহারের বাঁশতলা মোড় নির্বাচনী গণসংযোগের সময় খন্দকার আবু আশফাককে গ্রেফতার করা হয়।’

অন্যদিকে পুলিশ তাকে আটক নয় নিরাপত্তা হেফাজতে নেয়ার দাবি করেছিল। তখন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেছিলেন, ‘বিএনপির লোকজন অতর্কতিভাবে আওয়ামী লীগের ওপর হামলা চালায়। আওয়ামী লীগের সংখ্যা কম ছিল, বিএনপির লোকজন গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়েছে। আশফাককে সেভ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আটক করা হয়নি।’

উল্লেখ্য, খন্দকার আবু আশফাক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ আসনে বিএনপি মনোনয়ন দিতে দোলাচলে থেকে শেষ মূহুর্তে এসে তাকে মনোনয়ন দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়