শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমছে ভোটের প্রচার বাড়ছে সহিংসতা

সমকাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একদিকে যেমন প্রচার জমে উঠেছে, অন্যদিকে চলছে সহিংসতাও। গতকাল বুধবার রাজধানীর সদরঘাটে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী লীগের মিছিলে পেট্রোল বোমা হামলায় ৭ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে জেলার কেন্দুয়ায় মিছিল বের হলে তাতে বিএনপি প্রার্থী গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ম্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের গাড়ি ভাংচুর করা হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালীতে মহাজোট-ঐক্যফ্রন্ট সংঘর্ষে দু'পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি, সম্পাদকসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন। এ ছাড়া খুলনায় প্রতিপক্ষের হামলায় ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন। এগুলোসহ বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন  প্রতিবেদক, ব্যুরো, অফিস, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ঢাকা :বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীরবিক্রম লঞ্চযোগে নিজ এলাকায় যাওয়ার পথে পুরান ঢাকার সদরঘাটে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৮-১০ জনের মতো নেতাকর্মী আহত হন। পরে বাধ্য হয়ে মেজর হাফিজসহ অন্যরা সদরঘাট থেকে ফেরত আসেন। হামলার শিকার ছাত্রদল নেতা মামুন আহমেদ বলেন, নির্বাচনী প্রচারণার জন্য নিজ এলাকায় যাওয়ার জন্য নেতাকর্মীসহ মেজর হাফিজ তাসরিফ-৪ লঞ্চে ওঠেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা এবং লঞ্চ ভাংচুর করে। এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের ওসি আবদুর রাজ্জাক জানান, লঞ্চযোগে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ভোলা যাচ্ছেন এমন সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা এ এলাকায় মিছিল করেছেন। তবে কোনো ভাংচুর হয়েছে কি-না তা তিনি জানেন না।

নেত্রকোনা :বুধবার সন্ধ্যায় আটপাড়ার ব্রজের বাজার ব্রিজে আওয়ামী লীগের মিছিলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে। এতে উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুফল খান, ছাত্রলীগ নেতা শিবলী, মোহন, তুহিন, হৃদয় ও লিমন আহত হন। তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু এ ঘটনায় বিএনপি ও জামায়াত কর্মীদের দায়ী করেছেন।

আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিলের স্ত্রী যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক অপু উকিল সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান এবং দোষীদের শাস্তি দাবি করেন।

আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল কবির তালুকদার বলেন, ইটাখলা বাজারে আমাদের নির্বাচনী প্রস্তুতি সভা চলছিল। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্র্মীরা আমাদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। তারা নিজেরা পেট্রোল বোমা বিস্ম্ফোরণ ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

আটপাড়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, বিএনপি-জামায়াত কর্মীরা পেট্রোল বোমার বিস্ম্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

কেন্দুয়া (নেত্রকোনা) :কেন্দুয়ায় যুবলীগ ও ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যার এ ঘটনায় ৬-৭ নেতাকর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আটপাড়ায় আওয়ামী লীগের মিছিলে হামলার খবর পেয়ে প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি কার্যালয় থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে মিছিলকারীরা বিএনপি কার্যালয়ের দিকে ধাওয়া করলে রফিকুল ইসলাম হিলালী তার বাসার ছাদের ওপর থেকে যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূঞাসহ ১০-১২ জন আহত হন।

এ ব্যাপারে রফিকুল ইসলাম হিলালীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পৌর বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঞা ফোনে বলেন, মিছিলকারীরা বিএনপি দলীয় কার্যালয়ের ভেতর একটি গাড়িও ভাংচুর করতে থাকে ও বাসভবনের ভেতর ঢোকার চেষ্টা করে। এ সময় হিলালী আত্মরক্ষার্থে বাসার ভেতর থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

সিরাজগঞ্জ :মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়িতে দুর্বৃত্তরা ককটেল বিস্ম্ফোরণ ও গুলি বর্ষণ করে।

স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান রতন জানান, মঙ্গলবার গভীর রাতে মোটরসাইকেলে ১০-১২ সন্ত্রাসী জগদীশের বাড়ির পেছনে তিনটি ককটেল বিস্ম্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড গুলি বর্ষণ করে। বিস্ম্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, স্থানীয়রা গুলি ছোড়ার কথা বললেও ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা খুঁজে পাওয়া যায়নি। শিয়ালকোল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সদর থানা পুলিশের ট্যাগ অফিসার উপপরিদর্শক আবু জাফর বুধবার দুপুরে জানান, ঘটনার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মামলা হলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম :বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। গতকাল দুপুর দেড়টার দিকে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপি। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন এ বিএনপি নেতা। আহতদের মধ্যে রয়েছেন শিশির, রনি, রানা ও টিটু। এর মধ্যে টিটু স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং অন্য তিনজন ছাত্রদলের নেতাকর্মী। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। তবে বিএনপি নেতা আমীর খসরু জানিয়েছেন, মাদারবাড়ি এলাকায় প্রচার চালাতে যাওয়ার আগেই বিষয়টি আমি নিজেই সদরঘাট থানার ওসিকে জানিয়েছিলাম। ওসি বিষয়টা জানেন না, এটা ঠিক নয়।

নোয়াখালী :গতকাল সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকনের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ হামলার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্লোগান দিলে উপস্থিত আশপাশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এর প্রতিবাদ জানায়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

খুলনা :গতকাল বিকেলে খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক প্লাটিনাম জুট মিল শ্রমিক কলোনিতে গণসংযোগকালে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। এ সময় আহত অন্য ৪ জন হলেন প্রার্থীর ছেলে ও ইসলামী যুব আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম সম্পাদক তানভীর, ইসলামী আন্দোলন নেতা হাসিব, আশিকুর রহমান ও রফিকুল হাসান। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামী আন্দোলনের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পটুয়াখালী :মঙ্গলবার বিকেলে জেলার রাঙ্গাবালীতে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী মো. মহিব্বুর রহমান মুহিব (নৌকা) এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় বিএনপির ২০ জনকে আটক করে পুলিশ।

এদিকে জেলার রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি মো. কবির হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরাজীসহ দলের ৪৫ নেতাকর্মীর নামে ও অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা ও বিস্ম্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ মনোনীত ও বিএনপি মনোনীত প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনিরের কর্মীরা রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তায় আলাদা আলাদাভাবে পোস্টার লাগাতে থাকেন। এ সময় আওয়ামী লীগ কর্মী রাসেল ও বিএনপি কর্মী আবু মাসুমের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নাটোর :সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের হাতুড়িপেটা ও বেধড়ক মারধরের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শেরকোল ও পুঠিমারী বাজারে পৃথকভাবে এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়াও খরমকুড়ি, শাহাবাজপুর ও চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ধানের শীষ প্রতীকের প্রচারণা মাইক ভাংচুর করে আওয়ামী লীগ কর্মীরা। এ বিষয়ে বুধবার সকালে সিংড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক ৬টি লিখিত অভিযোগ করেছেন উপজেলা বিএনপি সভাপতি মজিবুর রহমান মন্টু। যুবলীগ নেতা আরিফুল ইসলাম এসব অভিযোগকে মিথ্যাচার ও ভিত্তিহীন দাবি করেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ-৩ তাড়াশ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে পথসভা পন্ড করে দিয়েছে। গতকাল বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে এ ঘটনায় ৭-৮ নেতাকর্মী আহত হন। এ সময় দুটি মাইক্রোবাস ভাংচুরের ঘটনা ঘটে।

কুমিল্লা :গণসংযোগে দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, মারধর এবং হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপি প্রার্থী আমিন-উর রশিদ ইয়াছিন। বুধবার দুপুরে বিএনপি প্রার্থী তার বাসায় সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন। তিনি বলেন, বুধবার সকালে কুমিল্লার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রবেশ গেটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীর ওপর হামলা করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ১৫-১৬ জন যুবক মাহবুব চৌধুরীকে অপহরণের চেষ্টা করে, বাধা দিলে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে অপহরণে ব্যর্থ হয়ে মাহবুব চৌধুরী ও তার স্ত্রী নাসরিন খানমকে আহত করে নগদ ৮০ হাজার টাকাসহ মোবাইল ফোন নিয়ে যায়। আহত মাহবুব চৌধুরী বর্তমানে কুমিল্লা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

অভিযোগ অস্বীকার করে কুমিল্লা সিটির ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ জানান, আদম ব্যবসার ১৭ লাখ টাকা পাবে বলে কয়েকজন যুবক তাকে মারছিল। আমি তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এ সময় আমি রিস্ক নিয়ে তাকে রক্ষা করি।

ঝিনাইদহ :ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মজিদ নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলা, নৈরাজ্য, নির্বাচনী প্রচার মাইক ভাংচুর ও প্রচারণা কাজে বাধা প্রদানের অভিযোগ এনেছেন। গতকাল বুধবার ঝিনাইদহ নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবর এ অভিযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

কালিয়াকৈর (গাজীপুর) :গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বুধবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক দুই দলের সমর্থকরা পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী কালিয়াকৈর কলেজ রোডের দলীয় কার্যালয়ে এবং আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপির সমর্থকরা সফিপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করেন। দুই দলের নেতাকর্মীরা হামলা, গাড়ি ভাংচুরের দায় একে অপরের ওপর চাপান।

এদিকে পৌরসভার পল্লী?বিদ্যুৎ এলাকায় পৌর যুবলীগের ৭নং ওয়ার্ড সহসভাপতি মো. মনিরুজ্জামান মনিরের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপি প্রার্থীর সমর্থকরা।

কালাই (জয়পুরহাট) :জয়পুরহাটের কালাইয়ে ধানের শীষের পোস্টার টাঙানোকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হান্নান নামের এক যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কালাই থেকে তার গ্রামের বাড়ি পুনট ইউনিয়নের তিশরাপাড়া গ্রামে যাবার পথে ওই গ্রামের মোড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে মারধর করা হয়েছে। পুনট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার এ অভিযোগ অস্বীকার করেছেন।

কেশবপুর (যশোর) :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের ২টি প্রচার মাইকের ব্যাটারি ছিনতাইসহ প্রচারকারীদের মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে ধানের শীষ মার্কার নির্বাচনী এজেন্ট ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী এক প্রেস ব্রিফিং-এ ওই অভিযোগ করেন।

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা :নওগাঁর রানীনগরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার পারইল উইনিয়নের বগারবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নে গতকাল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. শরীফুল আলম, ৩ পুলিশ কর্মকর্তা, বিএনপি নেতাকর্মীসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা জানান, কোনাপাড়া চৌমুড়ি এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক এহসানুল হক, আজিজুল হক ও সহকারী উপ-পরিদর্শক শীতল পাল আহত হন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়