শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরছেন তামান্না

মানবজমিন : চিত্র নায়িকা তামান্না। দীর্ঘদিন ধরে সুইডেনে আছেন চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই তারকা। প্রয়াত দর্শকপ্রিয় নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ ছবির মিষ্টি চেহারার এই মেয়েটির কথা নিশ্চয়ই দর্শকদের মনে আছে। ‘ভণ্ড’ ছবিতে চিত্রনায়ক রুবেলে বিপরীতে অভিনয় করে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ‘ত্যাজ্যপুত্র’, ‘হৃদয়ে লেখা নাম’, ‘অশান্তির আগুন’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘কঠিন শাস্তি’, ‘মুখোশধারী’, ‘পাগল তোর জন্য রে’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। দীর্ঘদিন পর তামান্না দেশে ফিরছেন। দেশে ফিরে কি আবারো কাজ শুরু করবেন? এ প্রসঙ্গে তামান্না বলেন, সবশেষ ২০১৪ সালে দেশে এসেছিলাম। বেশিদিন থাকা হয়নি।

এবার একটু সময় নিয়ে আসছে জানুয়ারিতে দেশে ফিরবো। এবার ভালো কিছু প্রজেক্টে কাজের পরিকল্পনাও রয়েছে। ভালো প্রোডাকশন হাউজে ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই কাজ করবো। সুইডেনে বাবা কাজী মেহেরুল হুদা, মা তাহমিনা হুদা এবং তিন বড় ভাই কামাল আনোয়ার, মনোয়ার এবং সরয়ার হুদাসহ থাকেন তামান্না। সুইডেনে বর্তমানে একটি কালচারাল এসোসিয়েশনে কাজ করছেন তিনি। তামান্না এ প্রসঙ্গে বলেন, আগে ডেন্টিস্ট হিসেবে কিছুদিন কাজ করলেও বর্তমানে তা করছি না। কারণ আমি মিউজিক, ড্রামা সেক্টরগুলোকে বেশি ভালোবাসি। একটি কালচারাল এসোসিয়েশনে কিছু স্টুডেন্টদের, বিশেষ করে টিনেজ বয়সীদের নৃত্য, অভিনয় ও ফিটনেস বিষয়ে নির্দেশক হিসেবে কাজ করছি। আমি তাদের জন্য সেখানে স্টেজ শোও নিয়মিত অ্যারেঞ্জ করছি।

এ কাজটি ভীষণ উপভোগ করি আমি। তামান্না সুইডেনে থাকলেও তার মন পড়ে থাকে দেশে। তিনি সব সময়ই দেশের খবর, দেশের চলচ্চিত্রাঙ্গনের খোঁজখবর রাখেন। সবশেষ তামান্নার বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে তিনি বলেন, বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, একজনকে খুব ভালোবাসতাম। কঠিন প্রেমও করেছি একটা সময়। এখন বিয়ে কবে করবো বা কেন করবো না- এসব নিয়ে কোনো মন্তব্য নেই আমার। দেশে ফিরে ভালো কিছু কাজে যুক্ত হতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়