শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে ডেল্টা প্লান তুলে ধরল বাংলাদেশ

তরিকুল ইসলাম :  জাতিসংঘ সাধারণ পরিষদে মহাসাগর ও সমুদ্র বিষয়ক আইনের উপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত ‘ডেল্টা প্লান ২১০০’ তুলে ধরল বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম প্লেনারির এজেন্ডাভূক্ত আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক মো: আরিফুল ইসলাম ‘ডেল্টা প্লান ২১০০’ তুলে ধরেন।

মঙ্গলবারের ঐ অধিবেশনে তারেক মো: আরিফুল ইসলাম বলেন, পৃথিবীতে টেকসই জীবন, দারিদ্র্য দূরীকরণ এবং সমৃদ্ধি আনতে স্বাস্থ্যকর মহাসাগর অপরিহার্য। ২০১৪ সালে প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমার শান্তিপূর্ণ মিমাংসার মাধ্যমে বাংলাদেশ সুুদ্র ও মহাসাগরীয় সম্পদ অধিকতর আহরণের দ্বার উন্মুক্ত করতে শুরু করে। সে কারণেই বাংলাদেশে এখন ব্লু-ইকোনমি একটি নতুন ‘উন্নয়ন ক্ষেত্র’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ জাহাজ, সমুদ্র বন্দর, জাহাজ নির্মাণ ও পূন:ব্যবহার, মৎস্য, সামুদ্রিক লবণ, উপকূলীয় পর্যটন, মহাসাগরীয় শক্তি, ভূমি পূনরূদ্ধার, সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি এবং মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসনকে অগ্রাধিকার বিষয় হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, মহীসোপানের সীমা নির্ধারণ সংক্রান্ত কমিশনে মুলতবি থাকা বিভিন্ন আবেদন নিষ্পন্ন করার কাজে গতি আনছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়