Skip to main content

দেশের মালিকানা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন কামাল

সাব্বির আহমেদ : সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সিলেটে হযরত শাহ জালাল (রঃ) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে শুরু হয় জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।\\ ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা করতে বুধবার বিকালে উপস্থিত হন ফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন। হযরত শাহজালালের মাজার প্রাঙ্গনে এর আগে থেকেই উপস্থিত ছিল ঐক্যফ্রন্টের শরীক দলের নেতাকর্মীরা।\ \ মাজার জিয়ারত শেষে ড. কামাল হোসেন জানান দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগনই তার মালিকানা নিশ্চিত করবে। এরপর ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম রব ও ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ সকলকে নিয়ে মাজারেই মাগরিবের নামাজ আদায় করেন।\ \ যদিও দুপুরে সিলেট পৌঁছানোর কথা ছিল কামাল হোসেনের। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে তা হয়নি। সিলেট শহরে একটি জনসভা হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।