শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের বেকার ভাতা দেবে ঐক্যফ্রন্ট

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, দুই কোটি তরুণ ভোটার আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জয় পরাজয় নির্ধারণ করবে। তরুণ ভোটারদের কথা মাথায় রেখে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের কর্মসংস্থান এবং কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের অঙ্গীকার করেছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বুধবার নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, মার্কেট, মল, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতাসীন হলে শিল্পনগরী খুলনার উন্নয়ন, শ্রমিকদের বকেয়া মজুরী-ভাতা পরিশোধ, মোংলা বন্দরের আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি ঘটানো হবে।

তিনি আরও বলেন, অতীতে যারা জনগণের সাথে ছিলেন না, পাশে ছিলেন না, মানুষ যাদেরকে চেনেনা, শুধু নির্বাচনের সময় যাদের হঠাৎ আগমন, জনগন তাদেরকে গ্রহণ করবেনা।

বুধবার সকালে নজরুল ইসলাম মঞ্জু ১৬ নং ওয়ার্ডের ছোট বয়রা পুজাখোলা, শ্মশান ঘাট ও সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

দুপুরে মহানগরীর কেসিসি মার্কেট, জেলা পরিষদ, যশোর রোড, সোসাইটি হল, শামীম স্কয়ার মার্কেট, চশমা মার্কেট, মান্নান চটপটি গলি, জলিল টাওয়ার মার্কেট, পিকচার প্যালেস, ডাকবাংলা মোড়, থানার মোড় ও সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, সাহারুজ্জামান মোর্ত্তজা, অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, জাফরউল্লাহ খান সাচ্চু, মোস্তফা কামাল, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সিরাজউদ্দিন সেন্টু, জলিল খান কালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়