শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ওপর আমেরিকার তেল নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: প্রেসিডেন্ট রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত ৪ নভেম্বর তার দেশের বিরুদ্ধে আমেরিকার দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের তেল রপ্তানি অব্যাহত রয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে সরকারের তিন বিভাগের প্রধানদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা আশা করেছিল ৪ নভেম্বরের পর ইরানের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু ইরানের জনগণ ও অর্থনৈতিক নীতিনির্ধারকরা এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যার ফলে উল্টো আমেরিকাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, মার্কিন সরকার ভেবেছিল, দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইরানে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, অর্থনৈতিক সংকট তীব্র হবে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনীতি বিষয়ক নীতি নির্ধারকদের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের পক্ষ থেকে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের মানসিকতার ফলে দেশের বাজার পরিস্থিতি ও অর্থনীতিতে শান্তভাব বজায় রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ফার্সি বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে ২১ নভেম্বর) তার আগের বছরের একই সময়ে তুলনায় দেশের রপ্তানি আয় ১৩ শতাংশ বেড়েছে।

ইরানের তেল খাতের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে উল্লেখ করে রুহানি বলেন, আমেরিকা চেয়েছিল ওপেকের বৈঠকে তেলের উৎপাদন যেন আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু আমেরিকার সে আকাঙ্ক্ষার বিপরীতে ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়