শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য ঐক্যফ্রন্ট প্রার্থীর ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাহাঙ্গীর হোসেন লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়াকে প্রত্যাহার ও নির্বাচনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী এলডিপির যুগ্ন মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।

বুধবার দুপুরে তিনি লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর লক্ষ্মীপুর শহরের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন অতিবাহিত হওয়ার পর থেকে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা তার নির্বাচনী এলাকা রামগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্ট ভুক্ত দলীয় নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা ভাংচুর ও হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। মামলা না থাকা স্বত্বেও পুলিশ নিরীহ নেতা কর্মীদের গ্রেপ্তার করে চলছে। পুলিশ বিএনপি ও এলডিপির নেতা কর্মীদের থানায় ধরে এনে এলাকা ত্যাগ করবে মর্মে অঙ্গীকার নামা নিচ্ছে। অঙ্গীকার নামা দিতে অস্বীকার করলে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করছে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। গত ৪ দিনে এরূপ ২০/২১টি ঘটনা ঘটেছে বলে দাবি করে শাহাদাৎ হোসেন সেলিম জানান, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব লীলা থেকে নারী ও শিশুরা পর্যন্ত রক্ষা পাচ্ছেনা। তাদের বর্বরতা যুদ্ধ বিধস্থ লেবাননকেও হার মানিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া নৌকার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছেন এবং গণসংযোগকালে নৌকার প্রার্থীর গাড়ি বহরের সাথে সাথে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

এসব বিষয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা,পুলিশ সুপার ও নির্বাচন কমিশনে লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেননা মর্মে জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে রামগঞ্জে যদি নির্বাচনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনা হয় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা না হয় তাহলে আমরা যে কোন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। আর এর সকল দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে।

এক প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন সেলিম জানান,বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার সকল প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভায় তিনি রামগঞ্জে তার নেতা কর্মীদের উপর হামলা মামলা ও পুলিশি হয়রানির কথা তুলে ধরেছেন মর্মে দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সহ সভাপতি সাইদুর রহমান ছুট্রো, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান লিটন , যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী কিরণ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়